কীভাবে এক বছরে সাতটি অধিনায়কের রেকর্ড স্পর্শ করল ভারত?
চলতি ক্যালেন্ডার বর্ষে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তিনি কোচ হওয়ার পরেই তিনটি ফর্ম্যাটে একাধিক অধিনায়কের সাক্ষী থেকেছেন ক্রিকেট সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। এদিন পোর্ট অফ স্পেনের ২২ গজে ভারতের হয়ে এক ক্যালেন্ডার বর্ষে সপ্তম অধিনায়ক হিসেবে টস করতে গিয়ে এক বিরল নজির গড়লেন ধাওয়ান। এর আগে এক ক্যালেন্ডার বর্ষে এখন পর্যন্ত সর্বাধিক ৭ জন আলাদা আলাদা অধিনায়ক হওয়ার নজির ছিল শ্রীলঙ্কা দলের দখলে। এবার সেই নজির স্পর্শ করল ভারত।
প্রসঙ্গত ২০১৭ সালে প্রথম দল হিসেবে এই বিরল নজির গড়েছিল শ্রীলঙ্কা। ২০২২ সালে এই বিরল নজির স্পর্শ করল ভারতীয় দল। বিরাট কোহলি, কেএল রাহুল রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ,ঋষভ পন্ত এবং হার্দিক পান্ডিয়া এর আগে চলতি ক্যালেন্ডার বর্ষে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস,দিনেশ চান্দিমাল,উপুল থরাঙ্গা,রঙ্গনা হেরাথ,লসিথ মালিঙ্গা,চামারা কাপুগেদেরা এবং থিসারা পেরেরা।
পিঠের চোটের কারণে জোহানেসবার্গে বিরাট দলে না থাকায় ভারতীয় দলকে টেস্টে প্রথমবার নেতৃত্ব দেন কেএল রাহুল। সেই সফরেই ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেন রোহিত শর্মা। টি-২০ সিরিজে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন ঋষভ পন্ত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। এজবাস্টনের পঞ্চম তথা ‘ওয়ান অফ’ টেস্টে ভারতকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরাহ। তারপরেই ক্যারিবিয়ান সফরে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শিখর ধাওয়ান। এছাড়াও ২০০১ সালে জিম্বাবোয়ে,২০১১ সালে ইংল্যান্ড এবং ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে একাধিক অধিনায়ক ব্যবহার করেছে অস্ট্রেলিয়া দল। তবে এই তিন দল ছয়জন করেই আলাদা আলাদা অধিনায়কের ব্যবহার করেছিল।
For all the latest Sports News Click Here