কীভাবে আমদাবাদেও কোহলির কাটআউটকে বৃষ্টির হাত থেকে বাঁচালেন ভক্তরা
শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৬ তম মরশুমের ফাইনালের আসর বসেছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ১৬টি মরশুমের মধ্যে এই প্রথমবার ফাইনালের আসর প্রাকৃতিক কারণে বাধ্য হয়েই সরাতে হয়েছিল রিজার্ভ থাকা দিন অর্থাৎ অতিরিক্ত দিনে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৮ মে হওয়ার কথা ছিল এই ফাইনালের। তবে প্রবল বৃষ্টিতে প্রথম দিন টস পর্যন্ত করা সম্ভব হয়নি। একটি বলও খেলা সম্ভব হয়নি। বৃষ্টির কারণে ভেস্তে যাওয়া ম্যাচেও কিন্তু দর্শকদের ভরসা হয়ে থাকলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি!
ঠিক যেভাবে ব্যাটিংয়ে তিন ফর্ম্যাটেই ভারতীয় সিনিয়র দলের অন্যতম বড় ভরসা বিরাট, ঠিক সেইভাবেই আমদাবাদের ফাইনালে যেন অনুপস্থিত থেকেও উপস্থিত থাকলেন বিরাট কোহলি। প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে কোহলির, বিরাট এক পোস্টারের তলায় আশ্রয় নিলেন বেশ কয়েকজন অসহায় সমর্থক। বৃষ্টির দেবতার রোষের হাত থেকে বাঁচতে তখন দর্শকদের অনেকেই স্টেডিয়ামের দর্শকাসন ছেড়েছেন। কেউ স্টেডিয়ামের ভিতরে, কেউ শেডের তলাতে আশ্রয় নিচ্ছেন। তখন জায়গা না পেয়ে বিরাট কোহলির পোস্টারের তলাতেই নিরাপদ আশ্রয় নিলেন সমর্থকরা।
সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। বৃষ্টির কারণে ২৮ মে যে ফাইনাল খেলা সম্ভব হয়নি। তা সরানো হয় ২৯ মে-র রিজার্ভ দিনে। সেই ফাইনাল ২৯ মে শুরু হলেও ফের বৃষ্টি দেবতার কারণে সেই ফাইনাল গিয়ে শেষ হয় ভারতীয় সময় ৩০ মে-তে। ভারতীয় সময় ভোর রাতে ১:৪৫ নাগাদ শেষ হয় ফাইনাল ম্যাচ। অর্থাৎ বৃষ্টির কারণে কার্যত তিন দিনে ফয়সালা হয় ফাইনালের।যে ফাইনালের শেষ দুই বলে ছয় এবং চার মেরে চেন্নাইয়ের হয়ে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন রবীন্দ্র জাদেজা। প্রসঙ্গত এটি সিএসকের পঞ্চম আইপিএল শিরোপা।
For all the latest Sports News Click Here