কিষান নয় ভরতকে অজি সফরে প্রথম একাদশে চান প্রাক্তন নির্বাচক প্রধান
২০১৯ সালের নভেম্বর মাসে ভারতীয় দলে প্রথম সুযোগ পান উইকেটরক্ষক ব্যাটার শিখর ভরত। তবে তিনি পরিবর্ত ক্রিকেটার হয়ে মাঠে নামেন। ঋদ্ধিমান সাহার চোট লাগার ফলে ভরতের ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করতে দেখা যায় তাকে। ২০২১ সালের নভেম্বরে, ভারত ঋদ্ধির পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামেন। দুটি ক্যাচ নেন। অক্ষর প্যাটেলের বলে টম লাথামকে (৯৫) স্টাম্প আউট করেন। কিন্তু দেশের জার্সি গায়ে তাঁর অভিষেক আটকেই রয়েছে। ফের দলে জায়গা পাওয়ার পর অভিষেক ঘটাতে চাইছেন কেএস ভারত।
সম্প্রতি জাতীয় দলের নির্বাচক কমিটির প্রাক্তন চেয়ারম্যান এমএসকে প্রসাদ ভরতের সম্পর্কে বলেন, ‘এতদিন ধরে দলের সঙ্গে থেকেও প্রথম একাদশে জায়গা না পাওয়ার পরে যেকোনও ক্রিকেটারের মনবল ভেঙে যেত। কিন্তু কে এস ভারতীয় এ দলের হয়ে নিয়মিত রান করে চলেছে। ও খুব শক্ত মনের ক্রিকেটার। অন্য পদার্থ দিয়ে তৈরি।’
তিনি আরও বলেন, ‘সাহার পরিবর্তে ভরত একজন নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার হিসেবে উঠে এসেছে। আমরা তাঁকে সেই ভাবেই তুলে ধরতে চেয়েছি। ভরতের দুর্ভাগ্য সেই সময় পন্ত ভারতীয় দলে জায়গা পায়। ভালো পারফরমেন্সের জন্য অনেক এগিয়ে যায়। এর জন্য ভরতের দলে জায়গা হয়নি। আমার মনে হয় এখন আবার সুযোগ এসেছে। এখন পন্ত নেই। আর এই সুযোগটা ভরতকে সেটা দুই হাত দিয়ে ধরতে হবে।’
ঋষভের দুর্ঘটনা ভারতীয় দলের দরজা খুলে দিয়েছে ভরতের সামনে। এ ]বিষয়ে প্রসাদ বলেন, ‘এই সুযোগের যোগ্য প্রাপক কেএস। ও গত কয়েক বছর ধরে ভারত এ এবং ঘরোয়া ক্রিকেটে খুব ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে। ভারতীয় দলে থাকার জন্য নিজের জন্য একটি সুনির্দিষ্ট অভিজ্ঞতা তৈরি করেছে ৷ তাই, আমি নিশ্চিত সে আলাদা আত্মবিশ্বাস বহন করবে। ও কয়েক বছর ধরেই ভারতীয় দলের সঙ্গে রয়েছে ফলে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এটি ওর জন্য একটি দুর্দান্ত সুযোগ এবং যদি ও ভাল উইকেট কিপিং পারে এবং কিছু রান করতে পারে তাহলে দলের জন্য ভাল ক্রিকেটার হয়ে উঠতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা খুব একটা সহজ কাজ হবে না ওর জন্য।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here