কিশোরের গান গাইছেন রাজু! স্মৃতি হাতড়ে পুরোনো ভিডিয়ো পোস্ট কমেডিয়ানের স্ত্রী-র
জীবনটা নিজের শর্তে বেঁচেছেন রাজু শ্রীবাস্তব। ভারতীয় স্ট্যান্ড আপ কমেডির অন্যতম প্রাণপুরুষ তিনি। এক মাস আগেই পরপারে পাড়ি দিয়েছেন তিনি। ‘গজোধর ভাইয়া’কে আর কোনওদিন স্টেজে দেখতে পাবে তাঁর অডিয়েন্স- এক রাশ মন খারাপ নিয়েই এগিয়ে চলেছে জীবন। কিন্তু রাজুর পরিবার এখনও তাঁর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। দেখতে দেখতে এক মাস পার। না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘মনের মানুষ’। সেই বিশেষ দিনে ফোনের গ্যালারি হাতড়ে পুরোনো স্মৃতি খুঁজে বার করলেন শিখা শ্রীবাস্তব। প্রয়াত কমেডিয়ানের স্ত্রী ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে নিয়েছেন রাজুর গাওয়া কিশোর কুমারের একটি গান।
কিশোর কুমারের গাওয়া ‘স্বামী’ (১৯৭৭) ছবির ‘ইয়াদোঁ মেয় ওহ স্বপ্নো মেয় হ্যায়’ গানটি গুণগুণ করতে শোনা গেল রাজুকে। এই ভিডিয়ো শেয়ার করে শিখার বার্তা, ‘এক মাস হল তুমি চলে গেছো, কিন্তু আমি জানি তুমি এখানেই আছো, আমাদের সঙ্গে আর আজীবন থাকবে’। এরপর হিন্দিতে এই জনপ্রিয় গানের লাইনগুলি শেয়ার করেন তিনি। তারপর যোগ করেন এইভাবেই আজীবন রাজু থাকবেন তাঁর স্মৃতিতে, তাঁর কথায় এবং তাঁর স্বপ্নে।
প্রয়াত কমেডিয়ানের স্ত্রী লেখেন, ‘বুঝতে পারিনি তুমি এই গানটা বাস্তবে বদলে দেবে মাত্র ১২ দিনে। আমি জানতাম না তোমার হৃদস্পদনটা তোমাকে ধোকা দিয়ে দেবে, তুমি সবাইকে হাসাতে হাসাতে এইভাবে আমাদের কাঁদিয়ে চলে যাবে’।
শিখার এই লেখনিতেই স্পষ্ট অগস্টের একদম শেষে রেকর্ড করা এই ভিডিয়োটি। গত ১০ই অগস্ট দিল্লিতে জিমখানায় ট্রেডমিলে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু, এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ কয়েক সপ্তাহ জ্ঞান ফেরেনি তাঁর, পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। কিন্তু ১ সেপ্টেম্বর থেকে ফের ভেন্টিলেশনে রাখা হয় রাজুকে। এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ২১শে সেপ্টেম্বর হার মানেন রাজু।
আশির দশকের শেষ থেকেই শোবিজ দুনিয়ার অবিচ্ছেদ্য অংশ রাজু শ্রীবাস্তব। তবে ২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’-এর সুবাদে রাতারাতি তাঁর জনপ্রিয়তা শিখরে পৌঁছেছিল। কমেডিয়ান রেখে গিয়েছেন তাঁর স্ত্রী শিখা, দুই সন্তান- অন্তরা এবং আয়ুষ্মানকে।
For all the latest entertainment News Click Here