কিশান যা করেছে একদিনে হতে পারে, বিরাটের যা কৃতিত্ব একদিনে হয় না: অজয় জাদেজা
শুভব্রত মুখার্জি: চট্টগ্রামের তৃতীয় ওয়ানডেতে ভারত ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দলকে। তাঁদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইশান কিশান এবং বিরাট কোহলি। ম্যাচে ইশান কিশান ২১০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন। পাশাপাশি তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি তাঁর কেরিয়ারের ৭২ তম আন্তর্জাতিক শতরানটি সম্পন্ন করেছেন। ৯১ বলে করেছেন ১১৩ রান। আর এই শতরান করে এলিট লিস্টে রিকি পন্টিংকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। কোহলির ব্যাটিং নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার অজয় জাদেজা জানিয়েছেন, কিশান (ইশান) যা করেছে তা একদিনে সম্ভব। তবে বিরাটের যা কৃতিত্ব তা একদিনে সম্ভব নয়।
ভারত বনাম বাংলাদেশ সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার সোনি স্পোর্টসকে অজয় জাদেজা জানিয়েছেন ‘একমাত্র ভগবান (সচিন তেন্ডুলকর) ওঁর (বিরাট কোহলির) আগে রয়েছে। এই যে মাইলফলকটা আজ বিরাট কোহলি স্পর্শ করেছে তা একদিনে করা সম্ভব হয়নি। ইশান কিশান আজকে যা করেছে তা একদিনে করাটা সম্ভব। ত্রিশতরানও করা সম্ভব। তবে ৭২টি আন্তর্জাতিক শতরান একদিনে তো করা সম্ভব নয়। এর জন্য ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন।’
প্রসঙ্গত চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় উইকেটের জুটিতে বিরাট কোহলি এবং ইশান কিশান ২৯০ রান যোগ করেন। ইশান কিশান ১৩১ বলে ২১০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। বিরাট কোহলি ৯১ বলে করেন ১১৩ রান। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান করতে সমর্থ হয় ভারতীয় দল। ম্যাচে ২২৭ রানের বিরাট বড় ব্যবধানে জয় পায় ভারতীয় দল। সোনি স্পোর্টসে ওই ম্যাচ নিয়ে বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকর জানান
‘আমি মনে করি ইশানের ইনিংসটা বিরাটকে সাহায্য করেছে। ম্যাচে এদিন তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল। ফলে ওদের হাতে সময় ছিল ধরে ধরে খেলার। পিচ ও এদিন যত সময় গড়িয়েছে উন্নতি করেছে। ওদের ব্যাটে সচ্ছলতা পরবর্তীতে ধরা পড়ে। এই বিষয়ে কোন সন্দেহ নেই যে প্রথমে চাপ ছিল ওঁর (বিরাটের) উপর। ইশানের ব্যাটিং ওঁর (কোহলির) উপর থেকে সেই চাপটা সরিয়ে দেয়।’
For all the latest Sports News Click Here