কিয়ারার কলিরেতে সিদ্ধার্থের প্রয়াত পোষ্যের মুখ! নতুন বউয়ের কাণ্ডে চোখ ভিজল সবার
সিদ্ধার্থ-কিয়ারার রাজকীয় বিয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ। মঙ্গলবার রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় দূর্গে পরিণতি পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারার প্রেম কাহিনি। গত কয়েক মাস ধরে এই বিয়ে বিয়ে নিয়ে কমচর্চা হয়নি। শেষমেশ শুভকাজটা সেরে ফেলেছেন ‘শেরশাহ’ জুটি। বিয়ের পর্ব মেটবার পর অপেক্ষা ছিল অফিসিয়্যাল ছবির। রাত গড়াতেই ভক্তদের সঙ্গে রূপকথার বিয়ের টুকরো ঝলক শেয়ার করে নেন নবদম্পতি।
মণীশ মালহোত্রার নকশা কাটা লেহেঙ্গায় অপরূপা লাগল কিয়ারাকে। সঙ্গে হিরে-পান্নার গয়নায় সেজেছিলেন সিদ্ধার্থ ঘরণী। তবে সব সাজের মাঝে অনুরাগীদের নজর কাড়ল কিয়ারার গোলাপি চূড়া এবং তা থেকে ঝুলন্ত কলিরে।
তবে সব সাজের মাঝে অনুরগীর নজর পড়েছে কিয়ারার চুড়ি থেকে ঝুলন্ত কলিরের দিকে। পাঞ্জাবি কনের সাজ অসম্পূর্ণ চূড়া আর কলিরে ছাড়া। আসলে বাঙালি কনেরা যেমন শাঁখা-পলা পরে, তেমন পাঞ্জাবি রীতিতে চূড়া-কলিরে পরার চল আছে। কিয়ারার এই কলিরের চমক নজর এড়াল না কারুর। নায়িকার জন্য বিশেষভাবে তৈরি এই কলিরেতে সোনালি এবং রুপোলি রঙা চাঁদ এবং তারার মেলবন্ধন ধরা পড়েছে। সঙ্গে ছিল দম্পতির নামের আদ্যক্ষর S এবং K, প্রজাপতি, প্য়ারিসের আইফেল টাওয়ার (দু’জনের প্রিয় পর্যটনস্থল) এবং সিদ্ধার্থের প্রিয় পোষ্য অস্কারের মুখ। গত বছরই প্রয়াত হয়েছে অস্কার। সিদ্ধার্থের হৃদয়ের টুকরো ছিল সে, এইভাবেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের সাক্ষী থাকল অস্কার। চারপেয়ে সন্তানদের বাবা-মায়েরা সহজেই বুঝবেন কিয়ারার এই উদ্যোগ সিদ্ধার্থের জন্য কতখানি স্পেশ্যাল।
সিদ্ধার্থ ভক্তদের নজর এড়ায়নি কিয়ারার এই বিশেষ উদ্যোগ। নায়িকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। জানা গিয়েছে মৃণালিনী চন্দ্রের ডিজাইন করা কলিরে পরেছিলেন কিয়ারা। তাঁর কথায়, ‘কলিরে তো প্রেম কাহিনির প্রতীক। কিয়ারার কলিরেও ছিল একদম জাদুতে ভরপুর। সূর্য, চাঁদ, দম্পতির আদ্যক্ষর সবই ছিল। তবে সবচেয়ে সুন্দর বিষয় ছিল এই কলিরেতে সিদ্ধার্থের প্রিয় পোষ্যের মুখ।’
সিদ্ধার্থের ১১ বছরের সঙ্গী ছিল অস্কার। মুম্বইয়ে এই পোষ্যর সঙ্গেই থাকতেন অভিনেতা। গত বছর ফেব্রুয়ারিতে প্রয়াত হয় অস্কার। সেই সময় সিদ্ধার্থ লিখেছিলেন, ‘অস্কার আমাকে শিখিয়েছে কী করে অন্যের প্রতি সংবেদনশীল হতে হয়, অন্যকে ভালোবাসতে হয়, সবার যত্ন নিতে হয়…..আমার দিন অসম্পূর্ণ ওকে ছাড়া। বাড়ি ফিরলে আর কেউ আমার জন্য দরজায় অপেক্ষা করবে না।… আমি সত্যি খুব সৌভাগ্যবান যে এই পৃথিবীতে ও আমাকে বেছে নিয়েছিল এবং আমাকে অনেক কিছু শিখিয়ে বিদায় নিল। অনেক ভালোবাসা অস্কার’।
বিয়ের পর্ব মেটবার পর বুধবার বিকালে জয়সলমের এয়ারপোর্টে দেখা মিলল সিদ্ধার্থ-কিয়ারার। ক্যাজুয়াল পোশাকেই এয়ারপোর্টে দেখা মিলল নবদম্পতির। কোথায় চলেছেন তাঁরা? তা স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে দিল্লিতে ৯ই ফেব্রুয়ারি বিয়ের রিসেপশন আয়োজন করতে চলেছেন সিদ্ধার্থ। তাই খুব সম্ভবত নতুন বউকে নিয়ে নিজের বাড়িতেই ফিরছেন তিনি। আগামী সপ্তাবে মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজন করবেন নবদম্পতি।
For all the latest entertainment News Click Here