কিছু শট নির্বাচন ভুল হয়েছে, তবে বৃষ্টি না হলে হয়তো অন্য ফল হত- দাবি KKR তারকার
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচেই বিপত্তি। টস জিতে প্রথমে বোলিং নিয়েও সুবিধা করতে পারল না নীতিশ রানার দল। কাল হয়ে উঠল বৃষ্টি। আর মুষলধারে বৃষ্টির জেরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরে যেতে হল কলকাতাকে।
আর এই বৃষ্টি নিয়েই কলকাতার ক্রিকটারদের যত আফসোস। ম্যাচের পর কেকেআর তারকা বেঙ্কটেশ আইয়ারও হতাশার সুরে বলছিলেন, ‘বৃষ্টি না হলে হয়তো ম্যাচের ফল অন্য পরকম হতে পারত। আরও কয়েক ওভার ছিল, আরও কিছু বাউন্ডারি হত।’ আসলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হারটা হজম করতে পারছে না নাইট শিবির।
তবে এর সঙ্গেই নিজেদের ভুলটাও স্বীকার করে নিয়েছেন বেঙ্কি। তিনি বলেছেন, ‘বিপক্ষের থেকে কোনও ভাবেই পিছিয়ে ছিলাম না আমরা। উইকেট ব্যাটিংয়ের উপযোগীই ছিল। আমাদের শট নির্বাচনের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে। ভাগ্যও আমাদের পাশে ছিল না।’
আরও পড়ুন: আশঙ্কা ছিলই, শেষ পর্যন্ত 2023 IPL থেকে ছিটকেই গেলেন উইলিয়ামসন, জানিয়ে দিল GT
প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ৫ উইকেটে ১৯১ রান করে। ওপেনার প্রভসিমরন সিং (২৩) দ্রুত সাজঘরে ফিরে গেলে, দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়েন অধিনায়ক শিখর ধাওয়ান এবং তিন নম্বরে নামা ভানুকা রাজাপক্ষে। তাঁদের জুটিতে ওঠে ৮৬ রান। ধাওয়ান ৬টি ছক্কার হাত ধরে ২৯ বলে ৪০ রান করেন। রাজাপক্ষের ব্যাট থেকে এল ৩২ বলে ৫০ রানের ইনিংস। শ্রীলঙ্কার ব্যাটারের ইনিংসে রয়েছে ৫টি চার এবং ২টি ছক্কা। শেষ দিকে স্যাম কারেন অপরাজিত থাকেন ১৭ বলে ২৬ রান করে। ২টি ছক্কা মারেন তিনি। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন শাহরুখ খান (১১)। মিডল অর্ডারে জিতেশ শর্মা ২১ এবং সিকান্দার রাজা ১৬ রান করেন। কলকাতার টিম সাউদি ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, সুনীল নারিন নেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে কলকাতা। শুরুর দিকের ব্যাটাররা কেউই উইকেটে থিতু হতে পারেননি। ওপেনার মনদীপ সিং (২) এবং তিন নম্বরে নামা অনুকূল রায় (৪) দ্রুত সাজঘরে ফিরে যান। নিজের প্রথম ওভারেই এই দুই ব্যাটারকে আউট করে কলকাতাকে কোণঠাঁসা করে দেন আর্শদীপ সিংহ। অপর ওপেনার আফগানিস্তানের উইকেটরক্ষক গুরবাজ করলেন ১৬ বলে ২২ রান। ৩টি চার এবং ১টি ছয় মারেন আফগান ক্রিকেটার। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর কলকাতার ইনিংসের হাল ধরার চেষ্টা করেন বেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক নীতিশ রানা। দলকে তেমন ভরসা দিতে পারলেন না অধিনায়কও। নীতিশ ১৭ বলে ২৪ রান করে আউট হন। তাঁর ব্যাট থেকে এল ৩টি চার এবং ১টি ছয়। ব্যর্থ রিঙ্কু সিংও (৪)।
আরও পড়ুন: LSG-এর ১৯০-এর উপর রান হওয়ার কথাই নয়- বোলার এবং ফিল্ডারদের উপর ক্ষেপে লাল DC কোচ
ক্রিকেটপ্রেমীদের বিস্মিত করে কলকাতার রণকৌশলও। ওয়েস্ট ইন্ডিজ়ের আন্দ্রে রাসেলকে বল করানো হল না। ব্যাট করতে পাঠানো হল ৮০ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর। রাসেল নামার পর কলকাতার রান তোলার গতি কিছুটা বাড়ে। তিনি জুটি তৈরি করেন বেঙ্কটেশের সঙ্গে। ক্যারিবিয়ান অলরাউন্ডার করেন ১৯ বলে ৩৫ রান। রাসেলের ব্যাট থেকে এল ৩টি চার এবং ২টি ছয়। বেঙ্কটেশ করেন ২৮ বলে ৩৪ রান। ৩টি চার এবং ১টি ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন শার্দুল ঠাকুর (৮) এবং সুনীল নারিন (৭)। তবে ১৬ ওভারে নাইটদের সংগ্রহ যখন ৭ উইকেটে ১৪৬ রান, তখন বৃষ্টি নামে। যার জেরে পুরো ম্যাচ হয়নি।
পঞ্জাবের সফলতম বোলার অর্শদীপ ১৯ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন, নাথান এলিস, রাহুল চাহার এবং সিকান্দার রাজা।
প্রসঙ্গত, কলকাতার ইনিংসের ১৬ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী, সন্ধে ৭টা ৫৪ মিনিটের মধ্যে খেলা শুরু করা গেলে ওভার সংখ্যা কমত না। কিন্তু প্রবল বৃষ্টির জন্য ৭টা ৪৫ মিনিটে খেলা শেষ বলে ঘোষণা করেন আম্পায়াররা। এর ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হেরে যায় কলকাতা।
For all the latest Sports News Click Here