‘কিছু বিষয়ে অনুশোচনা হয়, ২০২২-এ মাত্র ৬ বার বাড়ি থেকে বের হয়েছি’, অকপট রাহুল
৩০ বছর আগে ‘ইংলিশ অগস্ট’ ছবির হাত ধরে বড় পর্দায় পা রেখেছিলেন অভিনেতা রাহুল বোস। তারপর বহু ছবিতে অভিনয় করেছেন রাহুল বোস। শুধু অভিনয় নয়, গল্প লেখা থেকে ছবির পরিচালনা, সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে। তবে বেশিরভাগক্ষেত্রেই অভিনয়ের জন্য একটু অন্যধারার গল্পই বেছেছেন রাহুল। তাঁর সাফ কথা, কেরিয়ারে শুধু ‘হ্যাঁ’ বলা-ই নয়, ‘না’ বলতেও জানতে হয়।
তবে জীবনে বেশকিছু কারণে তাঁর অনুশোচনা হয় বলে জানান রাহুল বোস। কিন্তু কী কারণে অনুশোচনা করেন অভিনেতা? কারণগুলি সম্প্রতি সাক্ষাৎকারে নিজেই খোলসা করেন রাহুল বোস। তাঁর কথায়, ‘যদি সুযোগ পাই তাহলে জীবনের বেশকিছু জিনিস আমি পরিবর্তন করতে চাইব।’ আর তিনি ঠিক কী কী পরিবর্তন চান, তার একটা লম্বা তালিকা দেন রাহুল বোস।
আরও পড়ুন-বজরংবলীর জন্য সংরক্ষিত আসন, ‘আদিপুরুষ’-রামকে দেখা যেতেই সিনেমাহলে ঢুকল বানর…
আরও পড়ুন-এত স্পর্ধা! বজরংবলীর আসনে বসেছেন কেন?’ সিনেমাহলেই বেজায় মার খেলেন এক দর্শক
বলেন, ‘আমি স্কুলে লোকেদের প্রতি খারাপ ব্যবহার করেছি। আমি শিক্ষকদের সঙ্গে অভদ্র আচরণ করেছি। আমি আমার বাবা-মাকে অনেকক্ষেত্রে আঘাত করেছি। অনেক বিষয়ে বিদ্রোহী হয়েছি। আমি নিজেকে অনেক বেশি পরিপূর্ণ করেছি ঠিকই তবে মাঝে আমি যথেষ্ট পরিশ্রম করিনি। আমার আচরণ ও আমার ব্যক্তিত্বের এমন অনেক কিছু আছে যা আমি পরিবর্তন করতে চাই।’
রাহুল বোস জানান, তিনি বহু মূল ধারার ছবিতে না বলেছেন। ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবিতে অভিনয় করছেন বলে যে খবর রটেছে সেটা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন রাহুল বোস। বলেন, ছবির নির্মাতাদের তরফে কোনও প্রস্তাবই তাঁর কাছে আসেনি।
এদিকে ব্যক্তিগত জীবনে ৫৫বছর বয়সে পৌঁছলেও রাহুল বোস এখনও অবিবাহিত, আর তাতেই তিনি খুশি বলে জানান অভিনেতা। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্ট প্রশ্ন তুলে বলেন, ‘আমি ভারতীয় রাগবি ফেডারেশনের সভাপতি, আমার দুটি এনজিও আছে, আমি গত বছর পাঁচটি ছবিতে অভিনয় করেছি, আমি আমার পরবর্তী একটি ছবি পরিচালনা করছি। এরপরেও কি মনে হয় সত্যিই, বিয়ের জন্য আমার সময় আছে? ’ রাহুল বোস বলেন, ‘২০২২-এ আমি মাত্র ৬বার লোকজনের সঙ্গে মেলামেশা করতে বাড়ি থেকে বের হয়েছি, তারপরেও আপনা মনে হয় মেয়েরা আমার জীবনে আসবে! এটা সম্পূর্ণ অসম্ভব। এটা নিয়ে যদিও আমি গর্ব করছি না, তবে আমি খুশি।’
For all the latest entertainment News Click Here