কিছু বছরে বন্ধ হতে পারে অনেক T20 লিগ, সতর্কবার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের
বিশ্ব ক্রিকেট জুড়ে এখন টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা। বিভিন্ন দেশেই এখন একাধিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। সেগুলি বেশ জনপ্রিয়ও। তবে টি-টোয়েন্টি লিগে এই জনপ্রিয়তা একই রকম ভাবে থাকবে না। এত টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিভিন্ন দেশ জুড়ে চালু হয়েছে, তার কিছু বেঁচে থাকবে, কিছু হয়তো হারিয়ে যাবে। এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
আসলে টি-টোয়েন্টি লিগকে ক্রিকেটাররা জাতীয় দলের থেকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। যেটা ইদানীং বড় সমস্যা হিসেবে দেখা গিয়েছে। স্পোর্টসস্টারের এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ‘আমরা সারা বিশ্বের লিগ সম্পর্কে কথা বলি। বিশ্ব জুড়ে এখন টি-টোয়েন্টি লিগ চলছে। কিন্তু সবগুলো টিকতে পারবে না। আইপিএলের কথা আলাদা। ভারতে ক্রিকেটের পরিবেশ রয়েছে। আইপিএল-এর পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খুব ভালো করছে, ইংল্যান্ডে দ্য হান্ড্রেড বেশ জনপ্রিয়। এবং আমি দক্ষিণ আফ্রিকার লিগও আমি দেখছি। এই তিন লিগই খুব ভালো হচ্ছে। আমি গত তিন সপ্তাহ ধরে এটা দেখছি। এই সমস্ত লিগের ক্ষেত্রে একটি বড় মিল হল যে, এই সমস্ত দেশে ক্রিকেট বেশ জনপ্রিয়। তাই আমি বিশ্বাস করি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, চার বা পাঁচ বছরে কিছু লিগ থাকবে, কিছু থাকবে না।’
আরও পড়ুন: টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন
তিনি যোগ করেন, ‘খেলোয়াড়রা বুঝতে পারবে, কোন কোন লিগ তেমন গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে তারা নতুন। ফলে সকলেই এর অংশ হতে চায়। তাই তাড়াহুড়ো করছে ক্রিকেটাররা। তবে শেষ পর্যন্ত এটি এমন একটি পর্যায়ে আসবে, যেখানে কয়েকটা মাত্র লিগ বেঁচে থাকবে।’
এই লিগ নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জিম্বাবোয়ে ক্রিকেটের প্রসঙ্গ চেনে এনেছেন। একটা সময়ে জিম্বাবোয়ে ক্রিকেট বেশ শক্তিশালী ছিল। সেই কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, ‘আমার মনে আছে, ১৯৯৯ সালে আমরা প্রথম বিশ্বকাপ খেলেছিলাম। সেই সময়ে জিম্বাবোয়ে যে কোনও দলকে হারাতে পারত। সেই সময় জিম্বাবোয়ে ক্রিকেটে খুব বেশি টাকা ছিল না, এমনকি ভারতের কাছেও খুব বেশি টাকা ছিল না। কিন্তু ধীরে ধীরে জিম্বাবোয়ে ক্রিকেটের মান কমেছে। তাই আগ্রহও কমেছে।’
আরও পড়ুন: ঘুরে দাঁড়াতে কখনও থামতেও হয়- গঙ্গার পারে ফিরে আসার লড়াই দীপকের, সঙ্গী স্ত্রী- ভিডিয়ো
কীভাবে প্রশাসকরা ক্রিকেটারদের ধরে রাখতে পারেন? এই ব্যাপারেও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ় এক সময় বিশ্ব শাসন করত। কিন্তু এখন কী হাল ওদের? বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক ভাল নয়। হতে পারে ক্রিকেটে এখন অনেক টাকা এসেছে। তবে শুধু সেটাই আসল নয়। বোর্ড ও ক্রিকেটারদের ভাল সম্পর্কের উপরেও অনেক কিছু নির্ভর করে। ক্রিকেটার ও প্রশাসকদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে অনেক সমস্যার সমাধান হতে পারে। ক্রিকেটে এখন যথেষ্ট টাকা রয়েছে। তাই আমি মনে করি না যে, টাকাটাই একমাত্র সমস্যা। দেশের হয়ে খেলতে হলে ধরে রাখতে হবে ক্রিকেটারদের।’
For all the latest Sports News Click Here