কিছু গল্পের জন্য কষ্ট করা যায়- প্লাস সাইজ মডেল হতে ১৫-২০কিলো ওজন বাড়ান ঋতাভরী!
গত দুই আড়াই বছরের সফরের কথা নিজেই ফেসবুকে পোস্ট করে জানালেন ঋতাভরী চক্রবর্তী। জানালেন তাঁর ওজন বেড়ে যাওয়া থেকে সার্জারি আবার ওজন কমানো সবটার কথা।
রবিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের সফরের কথা জানান। ইনস্টাগ্রামের এই পোস্টে তিনি লেখেন, ‘গতকাল আমার ছবির গান জানি অকারণ মুক্তি পেয়েছে। এটি ফাটাফাটি ছবির গান। আর এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্যে দিয়ে গেলাম।’
তিনি তাঁর এই পোস্টে আরও লেখেন, ‘আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। আমি দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো ছবির কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন ওজন কমাই আবার। এরপর ফাটাফাটির অফার আসে আমার কাছে। আর এই স্ক্রিপ্ট সব কিছু পাল্টে দেয়।’
ফাটাফাটির জন্য নিজের এই বদলের কথা লিখে তিনি জানান, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি আমি বুঝে গিয়েছিলাম যে আমায় এই চরিত্রের জন্য ১৫-২০ কিলো ওজন বাড়াতে হবে। এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয় করার জন্য আবার ওজন বাড়াতে হবে। আমাকে অন্যান্য সব ছবির অফার হারাতে হবে ততদিন পর্যন্ত যতক্ষণ না এই ছবির পর আমি আবার ওজন কমাচ্ছি। কিন্তু কিছু গল্প থাকে যার জন্য এত কষ্ট করা যায়।’
অভিনেত্রী তাঁর এই পোস্টে বডি শেমিং নিয়েও সরব হন। তিনি বলেন, ‘আমি সবসময় বডি শেমিংয়ের বিপক্ষে ছিলাম। আর আমি সেই সব পুরুষ বা মহিলাদের হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমার সার্জারির পরও আমাকে এই ধরনের নানা কথা শুনতে হয়েছে। আমি আশা করছি আপনারা সবাই ১২ মে হলে গিয়ে ছবিটি দেখবেন। তখন আমার এই কষ্ট, এই সফর সার্থক হবে। আমি যেহেতু স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সএল সব ধরনের শেপে ছিলাম সেহেতু জানি শেষ পর্যন্ত যেটা ম্যাটার করে সেটা হল লুকস। শরীর তো কেবল বাইরেরটুকু। আমি যে ঋতাভরী ছিলাম সেই ঋতাভরী আছি। আপনি কীভাবে আমায় দেখছেন সেটা আমায় ডিফাইন করে না।’
অনেকেই তাঁর এই পোস্টে তাঁকে বাহবা দিয়েছেন। অভিনেত্রী মধুমিতা সরকার লেখেন, ‘তুমি একজন অনুপ্রেরণা।’ অভিনেত্রীর এক অনুরাগী লেখেন, ‘আপনি একজন যোদ্ধা। একজন অনুপ্রেরণা।’ আরেক নেটিজেনের মতে, ‘তোমার এই রোলের জন্য ১৫-২০ কিলো বাড়ানোর সিদ্ধান্তটাই বলে দিচ্ছে তুমি এটার জন্য কতটা প্যাশনেট ছিলে। আরও ভালো কাজ করো।’
For all the latest entertainment News Click Here