‘কিছুই করতে পারিনি’, শ্যুটিংয়ের মাঝে বন্ধুর মৃত্যুর খবরে মন কেঁদে উঠেছিল কপিলের
এক দশকেরও বেশি সময় ধরে দর্শকমহলে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। আজ অভিনেতার জন্মদিন। এই বিশেষ দিনে এক কমেডিয়ানের জীবনের সবথেকে কঠিন দিক কী, সেই নিয়ে কথা বলেছিলেন কপিল।
কপিল ২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জট-এর মাধ্যমে লাইমলাইটে আসেন। তিনি শো জিতেছিলেন এবং শীঘ্রই তার নিজস্ব টিভি শো শুরু করেন যা তাকে দেশব্যাপী খ্যাতি এনে দেয়। তার শো, কমেডি নাইটস উইথ কপিল, দ্য কপিল শর্মা শো, এবং ফ্যামিলি টাইমস উইথ কপিল সবগুলিই সফল দর্শক মহলে।
২০২০ সালে জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল জানিয়েছিলেন, নিজের দুঃখের কথা মনে চেপেও সকলকে হাসাতে হয় একজন কমেডিয়ানকে। তিনি বলেনছিলেন, ‘মাঝেমধ্যেই হয়। এটা আপনার উপর নির্ভর করে, কিন্তু মাঝে মাঝে আপনি এই জিনিসগুলি থেকে নিজের মনকে সরিয়ে রাখতে পারেন না। এমনও হতে পারে আপনি জানেন আপনার সঙ্গে খারাপ কিছু ঘটছে বা আপনি এখন একটি পর্যায় অতিক্রম করছেন। এটা বেশ কয়েকবার হয়েছে। আমি কমেডি নাইটসের শ্যুটিং করছিলাম। একরাতে শ্যুটিং চলছিল, আমার এক বন্ধুর ফোন করে বলল, পঞ্জাবে অপর এক তরুণ বন্ধু আমার মারা গিয়েছে। বয়স ৩৫-৩৬ হবে। হঠাৎ আমার মনে হলো আমি এখন কিছুই করতে পারব না।’
তিনি আরও বলেন, ‘৫ মিনিটের বিরতি নিয়ে মঞ্চের পিছনে গিয়েছিলাম। এমনকি সেই সময়ে আমাকে ফোন করার জন্য আমার বন্ধুকে গালিও দিয়েছিলাম। আমি তাকে বললাম, ‘এখন কেন ডাকলে, যা হওয়ার ছিল তা হয়ে গেছে’। সুতরাং, আমাদেরও মাঝেমধ্যে মন খারাপ হয়। আমি বিশ্বাস করি আপনি যখন মঞ্চে থাকেন, সেটা কমেডি নাইটস হোক বা কপিল শর্মা শো হোক, আমার মনে হয় মঞ্চে এমন কিছু জাদু আছে যার ঐশ্বরিক শক্তি আপনাকে সাহায্য করে। আপনি একটি ভালো উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছেন, আপনি মানুষকে হাসাতে চান। সেই ঐশ্বরিক শক্তি মনকে ঠান্ডা রাখে এবং সবকিছু চলতে থাকে।’
For all the latest entertainment News Click Here