কিউয়ি-ইংল্যান্ড প্রথম টেস্টেই অঘটন, মাথায় চোট, কনকাশনে ছিটকে গেলেন ব্রিটিশ তারকা
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম দিনেই কনকাশন পরিবর্ত নিতে হল ইংল্যান্ডকে। ম্যাচের প্রথম দিনেই ষষ্ঠ ওভারে মাথায় জোর আঘাত পান জ্যাক লিচ। আর কোনও রকম ঝুঁকি না নিয়ে লিচ মাঠ ছেড়ে বেরিয়ে যান। আর তাঁর কানকাশন পরিবর্ত হিসেবে নেওয়া হয় লেগ স্পিনার ম্যাট পার্কিনসনকে।
এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে ল্যাজেগোবরে দশা হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী টিমের। একের পর এক উইকেট তারা হারাতে থাকে। ৭ রানেই ৩ উইকেট হারিয়ে বসে থাকে নিউজিল্যান্ড।
এর মাঝে ষষ্ঠ ওভারে ডেভন কনওয়ের একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে যান লিচ। বেশ জোরেই তাঁর মাথায় আঘাত লাগে। মাঠের বাইরে বহুক্ষণ ধরে চলে শুশ্রূষা। প্রাথমিক উপসর্গ দেখে মনে হয়েছিল, মাথায় আঘাত লেগেছে তাঁর। প্রচণ্ড যন্ত্রণায় ঘাড়ে বার বার হাত বোলাতে দেখা যায় লিচকে।
লিচের চিকিৎসা চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্যে বন্ধ ছিল। ফিজিওথেরাপিস্ট এসে লিচকে সুস্থ করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। এই সব দেখেই আর দ্বিতীয় ভাবনা ভাবেনি ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। কনকাশন পরিবর্ত হিসেবে তারা পার্কিনসনের নাম ঘোষণা করে।
তবে লিচের ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের পারফরম্যান্সে কোনও তারতম্য পড়েনি। বরং জেমস অ্যান্ডারসনের আগুনের বোলিংয়ের পাশাপাশি এই টেস্টে বিস্ফোরণ ঘটিয়েছেন, এই ম্যাচে অভিষেক হওয়া ম্যাথিউ পটস। দুই বোলারই ৪টি করে উইকেট তুলে নিয়েছেন। তাঁদের দাপটে মাত্র ৪০ ওভার খেলতে পেরেছে কিউয়ি ব্রিগেড। আর রান? মাত্র ১৩২ করে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।
For all the latest Sports News Click Here