কিংবদন্তি গুলজারের মুখোমুখি, স্বপ্ন সত্যি হওয়ার কথা বলে ইমন লিখলেন…
স্বপ্ন সত্যি হলে যে কোনও মানুষেরই আবেগের সীমা থাকে না। ঠিক যেমনটা হল গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে। গত ২১ জুন, বুধবার বিশ্ব সঙ্গীত দিবসে স্বপ্নপূরণ হওয়ায় আনন্দের সীমা নেই ইমনের। তারই একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইমন চক্রবর্তী।
তবে কী স্বপ্ন পূরণ হয়েছে ইমনের?
ইমনের সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর আর সুরকার নীলাঞ্জন ঘোষের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কবি, গীতিকার গুলজারকে। চিরাচরিত সাদা পাঞ্জাবি-পাজামায় দেখা গিয়েছে কিংবদন্তী গুলজারকে। ছবি পোস্ট করে ইমন লিখেছেন, ‘কোনো কোনোদিন স্বপ্নের মত লাগে….গতকাল(২১ জুন) বিশ্ব_বাংলা অডিটোরিয়ামে সৌরেন্দ্র-সৌম্যজিতের বিশ্ব সঙ্গীত দিবসের কনসার্টের জন্য আমাদের পারফরম্যান্সের ঠিক পরে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি আমার দুই ভাইকে ধন্যবাদ দিলেও কম হবে। আরো ছবি শীঘ্রই আসছে. ধন্য।’
আরও পড়ুন-ইউটিউব থেকে ‘কোটি’ আয়! ৯ জনের বাড়িতে হল আয়কর হানা, তালিকায় ১ জনপ্রিয় অভিনেত্রী
আরও পড়ুন-সংসারের পুরো দায়িত্বই কাঁধে, জলপাইগুড়িতে এক চালার বাড়িতে থাকেন ‘নিম ফুলের মধুর’ ‘তিন্নি’
আরও পড়ুন-মঞ্চে একসঙ্গে অজয় চক্রবর্তী-গুলজার-শর্মিলা ঠাকুর সহ ১৪ জন শিল্পী, রবি গানে পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস
২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসে সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির কনসার্টে বিশ্ব বাংলা অডিটোরিয়ামে পারফর্ম করেন প্রায় ১৪ জন শিল্পী। অনুষ্ঠানে হাজির ছিলেন শর্মিলা ঠাকুর, শ্বেতা মোহন, গুলজার, পণ্ডিত অজয় চক্রবর্তী, রূপম ইসলাম, রেখা ভরদ্বাজ, শ্রাবণী সেন, পাপন, অর্ণব, ইমন চক্রবর্তী, মোহিত চৌহান, হর্ষ নেওটিয়া, পার্বতী দাস বাউল। এদিন মঞ্চে রবীন্দ্রনাথের আনন্দলোকে মঙ্গলোকে গানটি সমবেতভাবে গান শিল্পীরা। আর ইমন, পাপন, শ্রাবণী সেন, রূপম ইসলামরা যখন সেই গান গাইছিলেন, ঠিক তখন তাঁদের সঙ্গে ঠোঁট নাড়তে দেখা যায় শর্মিলা ঠাকুরকেও। যিনিও কিনা ঠাকুর বাড়ির সন্তান। রাজ চক্রবর্তীর শেয়ার করা ভিডিয়োতে উঠে এসেছে তারই এক টুকরো ঝলক। যেখানে দেখা যায় শ্রোতারাও তখন হাতের মোবাইলের আলো জ্বেলে রেখেছিলেন।
For all the latest entertainment News Click Here