কাস্টিং কাউচের মুখে পড়েছি, স্টারকিডদের এই সমস্যা হয় না, অকপট এশা গুপ্তা
এশা গুপ্তা।পর্দার বাইরেও নিজের ডাকাবুকো এবং সোজাসাপ্টা স্বভাবের জন্য বেশ জনপ্রিয় এই বলি-সুন্দরী। বড়পর্দায় এবং ইনস্টাগ্রামের দেওয়ালে বিভিন্ন ছবিতে সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে বরাবরাই পটু এই বলি নায়িকা। তবে অভিনয়ের দুনিয়ায় তাঁর এই যাত্রাপথে এশাকে বিভিন্ন সময়ে খারাপ অভিজ্ঞতার শিকার হতে হতে হয়েছে। বলিউডে কাস্টিং কাউচেরও মুখোমুখি হতে হয়েছিল তাঁকেও। কোনও রাখঢাক না করে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এশা গুপ্তা জানালেন, বলিপাড়ায় বেশিরভাগ কাস্টিং কাউচের সম্মুখীন হন তাঁদের মতো ব্যক্তিরা যাঁরা কোনও ফিল্মি পরিবারের সদস্য নয়!
এবার বলিউডের কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন ‘জন্নত ২’ খ্যাত অভিনেত্রী এশা গুপ্তা। জানালেন তাঁর মতো বাইরে থেকে এই বি-টাউনে আসা অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা ছেলেমেয়েদের যতটা কাস্টিং কাউচের শিকার হাত হয় তার বিন্দুমাত্র কোনও কিছুর মুখোমুখি হতে হয় না তারকাদের সন্তানদের। পরিচালক-প্রযোজকের লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছেন তিনি, সম্প্রতি এরকম দু’টি ঘটনা নিয়ে মুখ খুললেন এই জনপ্রিয় বলি-অভিনেত্রী। জানালেন কীভাবে একটি ছবির সহ-প্রযোজকের ‘বিশেষ প্রস্তাব’-এ রাজি না হওয়াতে ছবির শ্যুটিং করার চার-পাঁচদিন পরে তাঁকে সেই ছবি থেকে ছেঁটে ফেলা হয়েছিল!
বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে এশা জানিয়েছেন সেই ছবির শ্যুটিং শুরু হওয়ার দিন পাঁচেক পর পরিচালক এসে তাঁকে জিজ্ঞেস করেন তাঁকে দেওয়া সেই ‘বিশেষ প্রস্তাব’-এর ব্যাপারে। সে কথা স্বীকারও করেন অভিনেত্রী। এরপরেই পরিচালক তাঁকে জানান যে এশাকে নিজের প্রযোজিত এই ছবির আর অংশ হিসেবে দেখতে চাইছেন না ওই প্রযোজক। এরপরেই, ওই ছবি থেকে ছেঁটে ফেলা হয় বলি-সুন্দরীকে। এখানেই শেষ নয়, আরও একটি ঘটনা শেয়ার করেছেন ‘রুস্তম’ ছবি খ্যাত এই অভিনেত্রী। এশার কথাতেই জানা গেছে আরও একটি ছবির প্রযোজক এশাকে ‘বিশেষ প্রস্তাব’ দিয়েছিল। বিভিন্ন ইঙ্গিতও করেছিল। এশা বুঝেও এড়িয়ে গেছিলেন। তবে আউটডোর শ্যুটিংয়ে নায়িকা রাতে একা ঘরে ঘুমোননি। সঙ্গে ডেকে নিতেন তাঁর মেক আপ শিল্পীকে।
অভিনেত্রীর কথায়, ‘ওই প্রযোজক হয়ত ভেবেছিল আউটডোর শ্যুটিংয়ে আমার মেজাজ এবং মনোভাব হয়ত বদলাবে। ভেবেছিল ওঁর প্রস্তাব হয়ত বিবেচনা করে দেখব। কিন্তু শেষপর্যন্ত কিন্তু তা আর হয়নি!’যদিও ওই প্রযোজকের রাগের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সবকিছু সত্বেও ওই ছবির শ্যুটিং তিনি শেষ করেছিলেন।
For all the latest entertainment News Click Here