‘কাশ্মীর ফাইলস’ দেখে ‘ঘৃণা’ প্রকাশ রামু-র, পাল্টা জবাব দিয়ে চুপ করালেন পরিচালক!
‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রিভিউ দিতে গিয়ে পরিচালক রাম গোপাল বর্মা জানিয়েছেন তিনি এই ছবিকে ‘ঘৃণা’ করেন। নেটমাধ্যমে এবার ‘রামু’-র এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
খুলেই বলা যাক গোটা বিষয়টি। এই প্রথমবার প্রকাশ্যে কোনও ছবির খুঁটিনাটি বিষয় নিয়ে সমালোচনা করলেন রাম গোপাল বর্মা। ছবির ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা তৈরির সমস্ত নিয়ম হেলায় উড়িয়ে দিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলেই এই ছবি নিয়ে কথা বলাকালীন ‘সত্যা’-র পরিচালক জানিয়েছেন ছবি তৈরির ব্যাপারে এতদিন তাঁর যে যে ধারণা ছিল এবং যেগুলি তিনি সঠিক বলেই ভাবতেন, এককথায় তা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস।’
রামুর কথায়, ‘অন্যান্য ছবির পরিচালকদের মত এই ছবির মাধ্যমে দর্শককে কোনও চমক দিতে চাননি বিবেক অগ্নিহোত্রী। এবার থেকে হয়তো প্রতিটি পরিচালক যখন তাঁদের আগামী ছবি বানানোর পরিকল্পনা করবেন, তখন তাঁদের দ্য কাশ্মীর ফাইলস-এর থেকে শিক্ষা নেবেন।’
ভিডিয়োর একেবারে শেষে জোর গলায় রাম গোপাল বর্মা -কে বলতে শোনা যায়, ‘ছবি তৈরির ব্যাপারে আমি এতদিন যা যা ভেবে এসেছি, যা যা শিখেছিলাম এবং জেনেছিলাম সেসবটুকু ব্যাপারকে এক লহমায় ভুল প্রমাণ করেছে কাশ্মীর ফাইলস। তাই ঘৃণা করতে বাধ্য হচ্ছি এই ছবিকে। ছবিটি যেভাবে পেশ করা হয়েছে, ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে তার জন্য পরিচালক এবং এর সঙ্গে যুক্ত বাকিদের উদ্দেশেও আমার তীব্র ঘৃণা জানাচ্ছি। ছবির অভিনেতারাও রয়েছেন আমার এই ঘৃণা করার তালিকায়।আসলে এই ছবির সঙ্গে জড়িত প্রতিটি কলাকুশলীকেই আমার নিদারুণ ঘৃণার এটাই কারণ যে তাঁরা সবাই আমার মতো প্রতিটি পরিচালকের নিজস্ব বিশ্বাসটিকেই গুঁড়িয়ে দিয়েছেন! কিন্তু তবু এরকম একটি ছবি তৈরির জন্য পরিচালক বিবেক অগ্নিহোত্রী-কে আমার ভালোবাসা জানাই!’ প্রসঙ্গত, রাম গোপাল বর্মা যে ‘ঘৃণা’ শব্দটি ব্যবহার করার মাধ্যমে নিজের ভালোবাসাই প্রকাশ করেছে, তা বলাই বাহুল্য।
‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে রামুর ওই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছেন বিবেক অগ্নিহোত্রী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘এই ছবিকে এরকম ঘৃণা করেছ বলেই আমি তোমাকে ভালোবাসি।’
For all the latest entertainment News Click Here