কাশ্মীর ফাইলসের সাফল্যের পর ‘গুজরাট ফাইলস’! মোদীকে প্রশ্ন,‘মুক্তি পেতে দেবেন তো’
বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সুপার ডুপার হিট। ভারতের মানুষ এই ছবিটি খুব পছন্দ করছেন। যদিও কেউ কেউ এই ছবির তীব্র বিরোধিতা করে এটিকে ‘বিজেপির সিনেমা’ হিসেবে ট্যাগ দিয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। বলেন যে, এই ছবিতে দেখানো সত্য থেকে মানুষ পালাতে পারবেন না। ‘দ্য কাশ্মীর ফাইলস’র মাধ্যমে, কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের নির্বাসনের বেদনাদায়ক কাহিনি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে, আসল বিতর্ক হল বলিউডের আরেক পরিচালক বিনোদ কাপ্রি ঘোষণা করেছেন যে তিনি গুজরাট দাঙ্গার উপর ‘গুজরাট ফাইলস’ নামে একটি ছবি বানাবেন। টুইট করে এই খবর দেওয়ার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কাছে কিছু প্রশ্নও রেখেছেন।
কী লিখেছেন বিনোদ কাপ্রি তাঁর টুইটে?
বিনোদ কাপ্রি তাঁর প্রথম টুইটে প্রধানমন্ত্রী মোদিকে ট্যাগ করেন এবং লেখেন, ‘গুজরাট ফাইলস নামে, আমি তথ্যে ও শিল্পের উপর ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি করতে প্রস্তুত এবং এই ঘটনায় আপনার ভূমিকাও বিশদভাবে উল্লেখ করা হবে।’ টুইটে আরও লেখা হয়েছে, ‘আজ দেশের সামনে আমাকে আশ্বস্ত করবেন নরেন্দ্র মোদীজি যে আপনি ছবির মুক্তি বন্ধ করবেন না?’
পরের টুইটে বিনোদ লেখেন, ‘আমার প্রথম টুইটের পর কিছু প্রযোজকের সঙ্গে কথাও হয়েছে। তাঁরা #GujaratFiles তৈরি করতে প্রস্তুত। প্রধানমন্ত্রী এখন যে মতপ্রকাশের স্বাধীনতার কথা বলছেন, তা যে পরেও থাকবে এই নিশ্চয়তা দরকার এই ছবির জন্যও।’ বিনোদের এই দুটি টুইটই ক্রমশ ভাইরাল হচ্ছে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ঘিরে অনেকেই প্রশ্ন তুলেছেন, তেহলে গুজরাট ফাইলস তৈরি কারও হোক। আর সেটাও যেন সেন্সর বোর্ডের পক্ষ থেকে ছাড় পায়। দাঙ্গা লাগাতে পারে এমন যুক্তি দিয়ে যেন সেই ছবির মুক্তি আটকে দেওয়া না হয়!
For all the latest entertainment News Click Here