কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত, লিখলেন তসলিমা নাসরিন
‘দ্য কাশ্মীর ফাইলস’ এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত ছবি— তা নিয়ে কোনও সন্দেহ নেই। বড় অংশের সাধারণ মানুষ থেকে প্রধানমন্ত্রী— অনেকেই প্রশংসা করেছেন এই ছবির। এবার এটি নিয়ে মতামত জানালেন তসলিমা নাসরিনও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। পাশাপাশি তাঁর প্রশ্ন, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি এখনও তৈরি হয়নি?
শুক্রবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে একটি টুইট করেন তসলিমা। লেখেন, তিনি সে দিনই ছবিটি দেখেছেন। তার পরে তিনি লেখেন, ‘যদি এই ছবির গল্প ১০০ শতাংশ সঠিক হয়, কোনও বাড়তি কিছু দেখানো না হয়ে থাকে, অর্ধসত্য কিছু না থেকে থাকে— তাহলে এটা সত্যিই খুব দুঃখের ঘটনা।’
এর সঙ্গে তসলিমা যোগ করে, ‘কাশ্মীরি পন্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত।’
তবে এর পাশাপাশি টুইটে বাংলাদেশের প্রসঙ্গও তোলেন লেখিকা। লেখেন, ‘আমি বুঝতে পারি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের বিতাড়িত করা নিয়ে কোনও ছবি এখনও তৈরি হয়নি।’
‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। যদিও এই নিয়ে সিনেমাপ্রেমী মহলের মধ্যে বিভাজন রয়েছে। কারও মতে, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণদীত। কার মতে, এটি ইতিহাসকেই তুলে ধরেছে। আবারও কারও মতে, এতে অর্ধ সত্য দেখানো হয়েছে। তবে ঘটনা যাই গোক না কেন, বক্সঅফিসে ইতিমধ্যেই ছবিটি বিপুল বাণিজ্য করে ফেলেছে, তা পরিষ্কার।
For all the latest entertainment News Click Here