‘কাল কী হবে উপরওয়ালা জানেন’, রোহিতের দাবি, তাঁরা কিন্তু ছোট ম্যাচের জন্যও তৈরি
‘কাল কী হবে, সেটা উপরওয়ালার হাতে।’ মেলবোর্নের আবহাওয়া নিয়ে এমন মন্তব্য করেও রোহিত শর্মা জানিয়ে দিলেন, তাঁরা সব রকমের পরিস্থিতির জন্য তৈরি। বিশেষ করে ওভার কেটে আরও ছোট ম্যাচ আয়োজিত হলেও, তেমন পরিস্থিতি সামলানোর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে ভারতীয় দল।
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তবে প্রকৃতির মুখ ভার। গত কয়েকদিন ধরেই মেলবোর্নে বৃষ্টি চলছে। যদিও তা ধারাবাহিকভাবে নয়। রবিবারও বৃষ্টি হতে পারে মেলবোর্নে। সুতরাং, ম্যাচে প্রভাব ফেলতে পারে আবহাওয়া।
বৃষ্টি হলে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, কিংবা ওভার কেটে ম্য়াচের দৈর্ঘ ছোট হয়ে দাঁড়াবে কিনা, সে বিষয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, তাঁর দল সব রকম পরিস্থিতির জন্য তৈরি। ওভার কেটে ছোট ম্যাচ খেলা হতে পারে ধরে নিয়েই সেই মতো গেম প্ল্যান তৈরি রাখছে ভারতীয় দল।
আরও পড়ুন:- 2,6,2,6,W,W: শেষ ওভারে দরকার ছিল ২০, প্রথম চার বলে ১৬ রান তুলেও ম্যাচ হারল সিডনি
এপ্রসঙ্গে রোহিত বলেন, ‘যদি আবহাওয়ার কথা বলেন, কাল কী হবে, সেটা উপরওয়ালার হাতে। ৪০ ওভারের পুরো খেলা হলে ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। তবে যে কোনও পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে।’
আরও পড়ুন:- ব্যর্থতার ময়নাতদন্ত হবে, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে ক্যারিবিয়ান ক্রিকেটারদের চোখরাঙানি বোর্ড প্রেসিডেন্টের
এমন পরিস্থিতিতে টস গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন হিটম্যান। তিনি বলেন, ‘যদি পরিস্থিতি বিচার করেন, তবে টস গুরুত্বপূর্ণ হতে পারে। সকালে যখন উঠি, অনেক বিল্ডিং মেঘের নীচে ছিল। এখন সেখানে রোদ। যদি পরিস্থিতি অনুযায়ী ম্যাচ ছোট হয়ে দাঁড়ায়, আমরা সেভাবেই ক্রিকেট খেলব। ছেলেদের অনেকেরই এধরণের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সৌভাগ্যবশত আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমনই একটি ম্যাচ খেলেছি, যেটি ৮ ওভার প্রতি ইনিংসের ছিল।’
For all the latest Sports News Click Here