কালো বিকিনিতে উথলে পড়ছে যৌবন, মিরর সেলফিতে হুলুস্থুল ফেললেন দিশা, দেখুন সেই ছবি
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন দিশা পাটানি। বরাবরই তাঁর চাবুক শরীর বুঁদ থাকে নেটপাড়া। এবার তো একেবারে যায়-যায় অবস্থা সকলের। অভিনেত্রীর ছবিতে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল বাথরুম, সেখানেই মিরর সেলফিটি তুলেছেন দিশা। পিছনে বাথটব। দিশার গায়ের বাথরবটি খসে পড়েছে। তিনি পরে আছেন কালো বিকিনি। সদ্য স্নান করা ভেজা চুল। ছবিখানা ‘Eat your carbs ????’ ক্যাপশনে শেয়ার করেছেন তিনি।
দিশার বিকিনির সরু হল্টার স্ট্র্যাপ, আর মাঝে নট ডিটেলস। ছবিতে কমেন্ট করেছেন টাইগর শ্রফের বোন। লিখেছেন, ‘ইয়েস ম্যাম’। একজন নেট-নাগরিক লিখলেন, ‘ইন্ডিয়ার ন্যাশনাল ক্রাশ’। আরেকজন লিখলেন, ‘আয়ে হায়ে কেয়া লুক হ্যায়’। একজন তো প্রশ্ন করে বসলেন, ‘টাইগার কোথায়?’ কারও প্রশ্ন, ‘টাইগার হিংসে হচ্ছে নাকি?’
২০১৫ সালে তামিল ছবি ‘লোফার’ দিয়ে বলিউডে পা রাখেন তিনি। বলিউডে প্রথম কাজ ‘এমএস ধোনি’। টাইগার শ্রফের সঙ্গে কাজ করেছেন ‘বাঘি ২’ ছবিতে। ছিলেন সলমন খানের ‘ভারত’-এ। ‘মালঙ্গ’, ‘রাধে’, ‘এক ভিলেন রিটার্নস’-এ ও দেখা গিয়েছে দিশাকে।
চলতি বছরের শুরুতেই নাকি বিচ্ছেদ হয়েছে তাঁর আর টাইগারের। একসঙ্গে দারুণ লাগত কিন্তু এই জুটিকে! টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহরও দিয়েছিলেন। এর আগেও অবশ্য প্রেম নিয়ে তাঁরা মুখ খোলেননি। তবে হাতে হাত রেখে কখনও দেখা যেত তাঁদের এয়ারপোর্ট আবার কখনও মুম্বইয়ের কোনও পশ রেস্তোরাঁয় ডিনার ডেটে। এমনকী, টাইগারের বাড়িতেও যেতেন, কাজ করেছিলেন জ্যাকি শ্রফের সঙ্গেও। যদিও কী কারণে তাঁদের পথ অলাদা হয় তা জানা যায়নি।
For all the latest entertainment News Click Here