কার্লস কুয়াদ্রাতের ভিসা সমস্যা চিন্তা ফেলে দিয়েছে ইস্টবেঙ্গলকে
শুভব্রত মুখার্জি: বেশ কয়েক বছর হল সাফল্য অধরা রয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। আইএসএলে শেষ কয়েক বছরে পারফরম্যান্স একেবারেই বলার মতন নয়। শেষ কয়েকটি মরশুমের শুরুতেই ইনভেস্টরের সঙ্গে ক্লাব কর্তাদের মনোমালিন্য প্রভাব ফেলে দল গঠনে। যার প্রভাব পড়েছিল মাঠের পারফরম্যান্সেও। তবে এবার সেই বিষয়ে আগে থেকেই যত্নশীল ছিল ইনভেস্টর এবং ক্লাব কর্তারা। আসন্ন মরশুমে যাতে করে ভালো পারফরম্যান্স করতে পারে দল, সেই বিষয়ে ভালো দল গড়তে উদ্যোগী ইনভেস্টররা। তবে তাদের চিন্তা কিছুটা হলেও বাড়িয়েছে দলের কোচ কার্লস কুয়াদ্রাতের ভিসা সংক্রান্ত সমস্যা।
আরও পড়ুন: উন্মাদনার পারদ তুঙ্গে, মোহনবাগান মাঠে এমিলিয়ানো মার্টিনেজকে একবার চোখে দেখার টিকিট মাত্র দু’ঘণ্টায় শেষ
ভিসা সমস্যায় ভারতে কবে এসে পৌঁছাবেন কার্লস কুয়াদ্রাত, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। তার ভারতে আসার উপর নির্ভর করছে দলের অনুশীলন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। দলগঠন, কুয়াদ্রাতের ভারতে আসা সহ নানা বিষয় নিয়ে সম্প্রতি বোর্ড মিটিংয়ে বসেছিল ক্লাব কর্তা এবং ইনভেস্টররা। মিটিং থেকে বেরিয়েই ইনভেস্টরদের তরফে আদিত্য আগরওয়াল সমর্থকদের জন্য খুশির খবর শুনিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘দলের বাজেট নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। দলের বাজেট এবার বেশ ভালোই বাড়ানো হবে। আমরা বেশ ভালো দল গড়ব। এবার দল ভালো খেলবে বলেই আশা রাখছি। কোচ আমাদেরকে যে ভাবে গাইড করছেন, আমরা সেই ভাবেই দলগঠন করছি।’
আরও পড়ুন: মরশুমের প্রথম ডার্বি সম্ভবত ১১ অগস্ট, মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ পিছোতে পারে একদিন
কুয়াদ্রাতের ভারতে আসা প্রসঙ্গে বৈঠক থেকে বেরিয়ে ইস্টবেঙ্গলের সহ সচিব রুপক সাহা জানান, ‘কোচের ভিসা নিয়ে সমস্যা চলছে। ফলে কোচ কবে আসবেন এক্ষুণি বলতে পারছি না। তবে আমরা এই সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করছি। সমাধান হয়ে গেলেই কোচ দ্রুত চলে আসবেন ভারতে। আজ বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’ বৈঠকে ক্লাবের তরফে উপস্থিত ছিলেন সভাপতি ডাক্তার প্রণব দাশগুপ্ত, সহসচিব রুপক সাহা, সদানন্দ মুখোপাধ্যায়, সৈকত গঙ্গোপাধ্যায়। ব্যক্তিগত কারণের জন্য অনুপস্থিত ছিলেন অন্যতম কর্তা দেবব্রত সরকার। এদিন বৈঠকে অন্যতম ইস্যু নওরেম মহেশের চুক্তি বৃদ্ধি নিয়ে অবশ্য কোনও আলোচনা হয়নি।
For all the latest Sports News Click Here