কার্তিককে কেউ চাইছে না হেরা ফেরি ৩-এ, ভক্তদের দাবি, ‘হয় অক্ষয়কে ফেরান, নইলে…’
বহুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল হেরা ফেরি ৩ ছবিতে নাকি অক্ষয় কুমারকে দেখা যাবে না। অবশেষে সেই কথাকে সিলমোহর দিলেন এই ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। তিনি টুইটারে জানিয়েছে এই কথা সত্য যে কার্তিক আরিয়ান থাকছেন হেরা ফেরি ৩ এ। এরপরই গোল বাঁধে। আক্কির ভক্তরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না যে হেরা ফেরি ছবির সিক্যুয়েল আসবে অথচ তাতে অক্ষয় কুমার থাকবেন না। তাঁরা টুইটারকে বেছে নিয়েছেন অক্ষয় এবং এই ছবির প্রতি ভালোবাসা জানানোর জন্য। তাঁরা একটি হ্যাশট্যাগ চালু করেছেন, ‘নো অক্ষয়, নো হেরা ফেরি।’ তাঁরা একাধিক পোস্ট করেছেন আবেগপ্রবণ হয়ে, তাঁরা এই ছবির নির্মাতাদের কাছে একটি অনুরোধ করেছেন অক্ষয়কে যেন এই ছবিতে ফিরিয়ে আনা হয়। তাঁকে এর আগে দুটো ভাগে দেখা গিয়েছে, এখানেও তাঁকেই চাই। উল্লেখযোগ্য, হেরা ফেরি ছবির আগের দুটো পার্ট হল হেরা ফেরি (২০০০) এবং ফির হেরা ফেরি (২০০৬)।
শুক্রবার এক টুইটার ব্যবহারকারী পরেশ রাওয়ালকে জিজ্ঞেস করেন যে ‘এটা কি সত্যি যে হেরা ফেরি ৩ ছবিতে কার্তিক আরিয়ানকে দেখা যেতে চলেছে?’ সেই প্রশ্নের উত্তর পরেশ রাওয়াল জানিয়েছেন, ‘হ্যাঁ এটা সত্যি।’ যদিও পরেশ রাওয়াল এই ছবিতে বাকি কাদের দেখা যাবে সেই বিষয় কিছু জানাননি। এমনকি খিলাড়ি অক্ষয়কে দেখা যাবে কিনা ছবিতে সেই বিষয়েও কিছু বলেননি। কিন্তু শোনা যাচ্ছে অক্ষয় নিজেই নাকি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন কারণ তাঁর এই ছবির স্ক্রিপ্ট পছন্দ হয়নি। এটার পরেই অক্ষয়ের ভক্তরা ভীষণ আঘাত পেয়েছেন, তাঁরা এটা কিছুতেই মেনে নিতে পারছেন না যে হেরা ফেরি ৩ এ অক্ষয় থাকবেন না।
অনেকের মতেই হেরা ফেরি ৩ ছবিতে তাঁরা অক্ষয়কে দেখতে চান কার্তিক আরিয়ানকে নয়। কার্তিক আরিয়ানকে শেষবার ভুলভুলাইয়া ২ ছবিতে দেখা গিয়েছে। যদিও ভুলভুলাইয়া ছবির প্রথম ভাগে অক্ষয়কে দেখা গিয়েছিল। একই সঙ্গে শোনা যাচ্ছে অক্ষয়কে নাকি ওয়েলকাম এবং আওয়ারা পাগল দিওয়ানা ছবির সিক্যুয়েলেও দেখা যাবে না।
এক ভক্ত টুইট করেছেন ‘ আমার তো মনে হচ্ছে সব মিথ্যে খবর। এটা অক্ষয় এবং এই ছবির নির্মাতাদের চালাকি, তাঁরা এরপর সব থেকে বড় ঘোষণা করবেন। মনে হচ্ছে অক্ষয় কুমার থাকবেন হেরা ফেরি ৩ এও, কার্তিক আরিয়ান নন।’
আরেকজন টুইট করেছেন যে ‘ ফিরোজ নাদিয়াওয়ালা, পরেশ রাওয়াল, সুনীল শেঠি, আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ যে আপনারা প্লিজ আসল রাজুকে হেরা ফেরি ৩ ছবিতে ফিরিয়ে আনুন। এটা কেবল একটি ছবি নয়, এটা একটা ইমোশন।’
হেরা ফেরি ছবিটি প্রিয়দর্শন পরিচালনা করেছিলেন। এটা একটি কমেডি ঘরানার ছবি। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় এই ছবিতে। এটা বক্স অফিসে ঝড় তুলেছিল। অন্যদিকে হেরা ফেরি ৩ ছাড়াও কার্তিক আরিয়ানকে ফ্রেডি, আশিকি ৩ সহ একাধিক ছবিতে আগামী সময় দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here