কারা পেল শেষ চারের টিকিট? ছিটকে গেল কারা? দেখুন যুব বিশ্বকাপের সেমিফাইনালের সূচি
গ্রুপ লিগের বাধা টপকে মোট আটটি দল সুপার লিগ কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল। শেষ আটের খেলা শেষ। এবার সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে সেরা চারটি দল। খেতাবের দৌড় থেকে ছিটতে গিয়েছে বাকি চারটি দল। ছিটকে যাওয়া দলগুলি নিজেদের মধ্যে লড়াই চালাবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ণায়ক প্লে-অফে। ট্রফির জন্য ঝাঁপাবে শেষ চারের টিকিট পাওয়া দলগুলি।
কারা সেমিফাইনালে ওঠে: ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত সুপার লিগ সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে।
কারা খেতাবের দৌড় থেকে ছিটকে যায়: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে হেরে খেতাবের লড়াই থেকে ছিটকে যায়।
কোয়ার্টার ফাইনালের ফলাফল:-
১. প্রথম কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ৬ উইকেটে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে।
২. দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশকে।
৩. তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ১১৯ রানে বিধ্বস্ত করে পাকিস্তানকে।
৪. চতুর্থ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান ৪ রানের উত্তেজক জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কার বিরুদ্ধে।
সেমিফাইনালের সূচি:-
১. প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম আফগানিস্তান (১ ফেব্রায়ারি, অ্যান্টিগা)।
২. দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম অস্ট্রেলিয়া (২ ফেব্রুয়ারি, অ্যান্টিগা)।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি অ্যান্টিগায়। সব ম্যাচগুলিই শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
For all the latest Sports News Click Here