কামিন্সের সঙ্গে রেগে হ্যান্ডশেক জনির, কোহলি-গৌতির ঝামেলার মিল খুঁজে পেল নেটপাড়া
লর্ডসে ইংল্যান্ডের হারের ফলে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের সিরিজে দুই ম্যাচে এগিয়ে গিয়েছে। এই যুযুধান দুই পক্ষের উত্তপ্ত আবহাওয়া দাবালের আকার নেয় জনি বেয়ারস্টোর বিতর্কজনক আউটের পর। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্পষ্টভাবে বলেছেন যে লর্ডসের ওই নাটকের নায়ক বেয়ারস্টো। উত্তপ্ত এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ম্যাচের শেষে জনি এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের করমর্দনের সময়ের ঘটনা। যা এই বছরের সদ্য শেষ হওয়া আইপিএলে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের ঝামেলার কথা মনে করিয়ে দিয়েছে সকলকে।
লর্ডসের টেস্টের শেষ দিনের মধ্যাহ্নভোজের আগে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের করা একটি শট পিচ ডেলিভারি না খেলে উইকেট কিপার আলেক্স ক্যারির কাছে বল যেতে দেন জনি। তারপরেই ক্রীজ ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। তখনই উইকেটরক্ষক অ্যালেক্স উইকেট ভেঙ্গে দেন এবং আউটের আবেদন জানায় আম্পায়ারের কাছে। মাঠে উপস্থিত আম্পায়াররা আউটের সিদ্ধান্ত দেন। আর তা নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত ইংল্যান্ড ম্যাচটি ৪৩ রানে হেরে যাওয়ার পর, বেয়ারস্টোর আউট নিয়ে স্টোকস অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রশ্ন তোলেন। ম্যাককালাম ইঙ্গিত দেন, এই ঘটনা দুই দলের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনাকে কেন্দ্র করে ইংল্যান্ডের দলের পক্ষ থেকে একের পর এক মন্তব্য আসতে থাকে। এই ঘটনায় জেগে উঠেছে সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়ো ফুটেজে।
স্কাই ক্রিকেটের টুইটার হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে বেয়ারস্টো এবং কামিন্স ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেকের জন্য মুখোমুখি হন। কামিন্স যখন ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে যান, সেই সময় বেয়ারস্টোর চেহারা দেখে স্পষ্টই বোঝা যায় তিনি খুব রেগে রয়েছেন। ভিডিয়োটিতে একজন মন্তব্য করেন, ‘ভিডিয়োটি একবার দেখুন। মনে হচ্ছে চেহারা দিয়েই হত্যা করা যাবে।’ এই ঘটনা এই বছরের আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো এবং লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের হ্যান্ডশেকের কথা মনে করিয়ে দিয়েছে সকলকে।
জনির আউট নিয়ে ইংল্যান্ডের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পরে অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স মনে করেন এখানে তারা কিছু ভুল করেননি। তিনি বলেন, ‘আমার মনে হয় ক্যারি এটা তিন চার-বল আগেই দেখেছে। আমি মনে করেছি এটা ন্যায্য খেলা। নিয়ম এমনই। কিছু লোক হয়তো এই বিষয়ের সঙ্গে সহমত নয় তবে আমি এটাকে এইভাবেই দেখছি।’ তিনি আরও বলেন, ‘যদি দেখা হয় তাহলে দেখা যাবে জনি এটা অনেক বার করেছে। এই সিরিজেই ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে তাই হয়েছিল। এর আগে স্টিভ স্মিথ এর ক্ষেত্রেও সেটা হয়। ব্যাপারটা খুব সাধারণ। কোন ব্যাটার যদি ক্রিজ ছেড়ে বেরিয়ে যায় তখন উইকেট কিপার রা এটা করে। জনি কে আউট করার পুরো কৃতিত্ব আমি ক্যারিকে দেব। ও ওর কাজটা করেছে বাকিটা আম্পায়ারদের ওপরে ছিল।’
For all the latest Sports News Click Here