কামিন্সের ইয়র্কারে ভেবলে গেলেন অলি পোপ, সেরা ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প- ভিডিয়ো
প্রথম টেস্টের চতুর্থ দিনে এক দুরন্ত ইয়র্কারে অলি পোপকে বোল্ড করে দেন প্যাট কামিন্স। অলি পোপ ডিফেন্ড করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। কামিন্সের এই ডেলিভারিকে অ্যাশেজের সেরা ডেলিভারিও বলা হচ্ছে।
এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি প্রথম অ্যাশেজ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড ব্যাটিংয়ের নেতৃত্ব দিচ্ছিলেন জো রুট। তৃতীয় দিনে স্টাম্পের আগে দুই উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৮ রান করেছিল। সেখান থেকে এ দিন খেলা শুরু করেন জো রুট এবং অলি পোপ। তৃতীয় দিন কেউই রানের খাতা খোলেননি। আর চতুর্থ দিনের শুরুতেই অলি পোপকে ফেরান কামিন্স।
আরও পড়ুন: জাহান্নমে যাও- ভারতীয় দলের পাকিস্তান না যাওয়া নিয়ে ICC ODI WC বয়কটের দাবি তুললেন মিয়াঁদাদ
অলি পোপ আউট হওয়ার আগে জো রুট বেশ ভালো ছন্দেই ব্যাট করছিলেন। ১২তম ওভারে বোল্যান্ডকে দু’টি চার এবং একটি ছক্কাও হাঁকান। ১৪তম ওভারেও বোল্যান্ডকে ২টি চার মারেন। রুট যতটা নির্ভীক ভাবে ব্যাট করছিলেন, অলি পোপ ততটা সাবলীল ছিলেন না। তবে তিনিও ধীরে ধীরে নিজের ছন্দে খুঁজে পেতে চেষ্টা করছিলেন। যে বলে তিনি আউট হন, তাঁর এক বল আগেই কামিন্সকে চারও হাঁকিয়েছিলেন পোপ।
আরও পড়ুন: IPL করে আর টাকা কামিয়েই BCCI-এর কাজ শেষ হয় না- বোর্ডের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখালেন বেঙ্গসরকর
তবে ১৭তম ওভারের শেষ ডেলিভারিতে পোপের অফ স্টাম্প উড়িয়ে দেন কামিন্স। অজি তারকার ইনসুইং ইয়র্কারকে অলি পোপ আটকানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বল দ্রুত গতিতে উইকেট ভেঙে দেয়। আর কামিন্সের এই অসাধারণ ডেলিভারি দেখে উচ্ছ্বসিত বিশ্ব ক্রিকেট মহল। এই ডেলিভারির ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়েছে।
১৬ বলে ১৪ করেই সাজঘরে ফেরেন অলি পোপ। এ দিকে জো রুট চার রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি। ৫৫ বলে ৪৬ করে সাজঘরে ফেরেন রুট। এ ছাড়া হ্যারি ব্রুকও ৪৬ (৫২ বলে) করেছেন। বেন স্টোকস ৬৬ বলে ৪৩ রান করেন।
প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেটে ৩৯৩ রান করে ডিক্লেয়ার করে দেয়। জবাবে ব্যাট করতে নামলে অস্ট্রেলিয়া ৩৮৬ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। তবে যা পরিস্থিতি ম্যাচের, তাতে অ্যাশেজের প্রথম টেস্টে ফল হওয়ার সম্ভাবনা বেশি।
For all the latest Sports News Click Here