‘কামিং হোম’ হবে? ইরানের বিরুদ্ধে বিশ্বকাপে নামছে ইংল্যান্ড, কোথায় ও কখন ম্যাচ?
আজ ইরানের বিরুদ্ধে নামতে চলেছে ইংল্যান্ড। সেই ম্যাচ দিয়েই এবার ফুটবল বিশ্বকাপে ‘গ্রুপ বি’-র লড়াই শুরু হতে চলেছে। যে গ্রুপে ইংল্যান্ড, ইরান ছাড়াও আছে ওয়েলস এবং আমেরিকা।
কোথায় ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ হবে?
মধ্য দোহার পাঁচ কিলোমিটার পশ্চিমে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবারে বিশ্বকাপের ‘গ্রুপ বি’-র ম্যাচে ইরানের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড।
কখন ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী, আজ (সোমবার, ২১ নভেম্বর) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে ম্যাচ শুরু হবে।
কোথায় কোথায় ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ দেখতে পারবেন?
Sports18 চ্যানেল, Sports18 HD TV চ্যানেল, MTV চ্যানেল এবং MTV HD চ্যানেলে ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ দেখা যাবে। তাছাড়া বিনামূল্যে Jio Cinema -তে ইংরেজি, বাংলা, হিন্দি, তামিল এবং মালায়ালম) ইংল্যান্ড বনাম ইরান ম্যাচ দেখতে পারবেন দর্শকরা।
আরও পড়ুন: Zakir Naik reportedly in Qatar: ‘জঙ্গিদের আদর্শ’ জাকির নায়েক এল কাতারে, বিশ্বকাপের সময় দেবে ধর্মীয় ভাষণ – রিপোর্ট
ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ
জর্ডন পিকফোর্ড, কাইরান ট্রিপিয়ার, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, লুক শ, ডেক্লান রাইস, ফিল ফোডেন, জুড বেলিংহ্যাম, বুকাও সাকা, রহিম স্টার্লিং এবং হ্যারি কেন। কোচ: গ্যারি সাউথগেট।
আরও পড়ুন: FIFA World Cup 2022 Live Streaming issue: ‘বারবার আটকাচ্ছে বিশ্বকাপের লাইভ সম্প্রচার’, চটল নেটপাড়া, মুখ খুলল Jio Cinema
ইরানের সম্ভাব্য প্রথম একাদশ
আলিরেজা বেইরানবন্দ, সাদগে মহারামি, মোর্তেজা পৌরালিগাঞ্জি, জালাল হোসেইনি, মিলাদ মহাম্মেদি, আহমেদ নৌরালাহি, সইদ ইজাতোলাহি, এহসান হজসাফি, আলিরেজা জাহানবখস, মেহদি তারেমি এবং বাহিদ আমিরি। কোচ: কার্লোস কুইরোজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ ছিলেন, দীর্ঘদিন ইরানের দায়িত্বে আছেন)।
For all the latest Sports News Click Here