কামিংস কার্যত পাকা হতেই দুই তারকাকে বিদায় জানাচ্ছে মোহনবাগান!
সদ্য শেষ হওয়া মরশুমে আইএসএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। নতুন মরশুমের জন্য তারা এখন দল গঠনের জন্য নেমে পড়েছে। তবে শেষ মরশুমে তারা চ্যাম্পিয়ন হলেও বেশ কয়েকটি সমস্যা ভুগিয়েছে মোহনবাগানকে। চলতি মরশুমে সেই দুর্বলতাগুলি রাখতে চাইছে না বাগান শিবির। বাগান শিবিরে ইতিমধ্যেই নতুন তারকা ফুটবলারকে দলে যুক্ত করেছে। এর সঙ্গে কিছু পুরনো ফুটবলারদের ওপর বিদায়ী খাড়া নেমে এসেছে। দল থেকে ছেঁটে ফেলা হয়েছে তাদের। ইতিমধ্যেই ডিফেন্ডার তিরিকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। সূত্রের খবর, আরও দুই ফুটবলারকে ছাড়তে চলেছে তারা।
আইএসএলের ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার পরে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার জেসন কামিংসকে সই করিয়েছে মোহনবাগান। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ফুটবলে। এবার শোনা যাচ্ছে সবুজ মেরুন শিবির ছাড়তে চলেছে দলের অভিজ্ঞ দুই মিডফিল্ডার হুগো বৌমস এবং জনি কাউকোকে। কারণ হিসেবে জানা যাচ্ছে, তাদের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত মোহনবাগানের।
শোনা যাচ্ছে যে হুগোকে ভারতের কোনও ক্লাবে ছাড়তে নারাজ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। হুগোর সঙ্গে মোহনবাগানের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। তাই আপাতত এক বছরের জন্য বিদেশের কোনও ক্লাবে খেলতে পাঠানো হতে পারে বৌমসকে। তারপরেই তাঁর ফর্ম বিচার করে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে এই ফুটবলারের ভবিষ্যত নিয়ে। অন্যদিকে জনির চোট রয়েছে। ফলে তাঁর চোট কিটিয়ে মাঠে ফিরতে ফিরতে প্রায় ডিসেম্বর মাস লেগে যাবে। কিন্তু অক্টোবর থেকেই শুরু হতে চলেছে আইএসএল। তার ফলে তাঁকে প্রায় পাওয়া যাবে না বললেই চলে। তাই তারও বিকল্প খুঁজতে শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
দলবদলের এই বাজারে মোহনবাগান শিবিরে আসতে পারেন তারকা মিডফিল্ডার। জেসনকে দলে নেওয়ার পর অন্য কোনও বিদেশি ফরওয়ার্ড যে দলে আসবে না তা একপ্রকার পাকা। তবে আসতে চলেছে বড় মাপের বিদেশি মিডফিল্ডার। ইতিমধ্যে ৩-৪ জন বিদেশির সঙ্গে কথাবার্তাও শুরু করেছে মোহনবাগান। শুধু বিদেশি ফুটবলার নয় কিছু দেশি তারকাদের উপর ও নজর রেখেছে এই ক্লাব। তাদের মধ্যে অন্যতম হলেন আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপারা।
গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার হিসেবে কোচ ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছে সবুজ মেরুন ব্রিগেড। চ্যাম্পিয়ন হওয়ার পর খিদে আরও বেড়ে গেছে মোহনবাগানের। তাই কোনও রকম খামতি না রেখেই কোচের হাতে সেরা দল তুলে দিতে চাইছেন তারা।
For all the latest Sports News Click Here