কাপুর পরিবারের প্রথম ছেলে হিসাবে মাধ্যমিক পাশ করেছিলেন! কত পেয়েছিলেন রণবীর?
বলিউডের ফার্স্ট ফ্যামিলির চতুর্থ প্রজন্মের অভিনেতা তিনি। কেরিয়ারের শুরু থেকেই নজর কেড়েছেন রণবীর কাপুর। অভিনয় তাঁর রক্তে। পৃথ্বীরাজ কাপুরের বংশধররা বলিউড ইন্ডাস্ট্রিতে ঝাঁকিয়ে বসে রয়েছেন, তবে পড়াশোনার মামলায় তাঁরা ঢ্যাঁড়স! একথা নিজের মুখে স্বীকার করে নিয়েছেন রণবীর।
রাজ কাপুরের নাতি, রণবীর ফাঁস করলেন কাপুর খানদানে তিনিই প্রথম ব্যক্তি যে ক্লাস টেন পাশ করেছে! তবে পড়াশোনায় মোটেই ভালো ছিলেন না রণবীর। সাধারণ স্টুডেন্ট ছিলেন।
‘শামশেরা’র এক প্রমোশন্যাল ভিডিয়োয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ডলি সিং-এর সঙ্গে আড্ডা দিলেন রণবীর। ডলি অভিনীত ‘রাজু কি মাম্মি’র হাজারো প্রশ্নের অকপট জবাব দিলেন ‘শামশেরা’ রণবীর। ক্লাস ১০-এর পর কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন রণবীর? জবাবে অভিনেতা জানান, অ্যাকাউন্টস (কর্মাস) নিয়ে। এরপর ডলি জিজ্ঞাসা করেন, পড়াশোনায় তুমি কেমন ছিলে? কোনওরকম রাখঢাক না রেখেই রণবীর জবাব দেন, ‘খুব দুর্বল ছিলাম’।
ক্লাস ১০-এর বোর্ডের পরীক্ষায় কত নম্বর পেয়েছিলেন রণবীর? প্রশ্ন শুনে মুচকি হেসে অভিনেতা বলেন, ‘৫৩.৪% পেয়েছিলাম’। এরপর রণবীর যোগ করেন,’যখন আমার রেজাল্ট এল, আমার পরিবার দারুণ খুশি ছিল, এমনকি আমার জন্য বিরাট পার্টিও রেখেছিল। ওঁনারা এতোটা আশা করেননি। আমাদের পরিবারের প্রথম ছেলে হিসাবে আমি ক্লাস ১০-এর পরীক্ষায় পাশ করেছিলাম’।
পিটিআই-কে দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, কাপুর পরিবারের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি তিনি। রণবীর বলেন, ‘আমার বাবা এইট পাশ, আমার কাকা নাইন পাশ, আমরা ঠাকুরদা (রাজ কাপুর) ক্লাস সিক্স অবধি পড়াশোনা করেছেন। সত্য়ি বলতে আমাদের বাড়ির সবচেয়ে শিক্ষিত ব্যক্তি আমি’।
স্কুলের গণ্ডি পার করে রণবীর অভিনয় এবং ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করেছেন বিদেশে, এরপর বেশ কয়েক বছর সঞ্জয় লীল বনশালির সহকারী হিসাবে কাজ করেছেন। এরপর ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির সঙ্গে অভিনয় সফর শুরু হয় তাঁর।
চলতি মাসেই মুক্তি পাবে রণবীরের ‘শামশেরা’। এই ছবির সঙ্গে চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করবেন অভিনেতা।
For all the latest entertainment News Click Here