কান উৎসবে ভারতের একমাত্র পুরস্কার বাঙালির হাতে, সেরা তথ্যচিত্র নির্মাতা শৌনক সেন
শৌনক সেনের তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের সম্মান জিতে নিল। ল’অয়েল ডি’অর পুরস্কার পাওয়া ছবিটি ভারতের একমাত্র সিনেমা, যেটি এবার কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
এই ছবির কেন্দ্রে দুই ভাই-বোন মোহাম্মদ সৌদ এবং নাদিম শেহজাদ। দিল্লির ওয়াজিরাবাদে তাঁদের বাড়ির। বাঁড়ির পরিত্যক্ত বেসমেন্ট তাঁরা গড়ে তুলেছেন আহত পাখিদের জন্য এক হাসপাতাল। বিশেষ করে কালো চিলদের উদ্ধার ও চিকিৎসা করেন তাঁরা। এই ছবিটির প্রিমিয়ার হয়েছে কান উৎসবের বিশেষ স্ক্রিনিং বিভাগে।
কেন দেওয়া হয় এই পুরস্কার? পুরস্কার প্রদানকারী কমিটির মুখপাত্র জানিয়েছেন, L’Oeil d’Or এমন একটি সিনেমাকে দেওয়া হয়, যা ধ্বংসের পৃথিবীতে আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি ছোট ছোট কাজও গুরুত্বপূর্ণ। আপনি আপনার ক্যামেরা ধরতে পারেন, আপনি একটি পাখি বাঁচাতে পারেন, আপনি কিছু মুহূর্তের জন্য সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারেন। এই সব ক’টি কাজই গুরুত্বপূর্ণ।
৫০০০ ইউরো (আনুমানিক ৪.১৬ লক্ষ টাকা) নগদ হিসাবে দেওয়া হবে এই পুরস্কারে।
৯০ মিনিটের তথ্যচিত্রটিকে সেরা হিসাবে বেছে নিয়েছেন পোলিশ চলচ্চিত্র নির্মাতা অ্যাগনিয়েসকা হল্যান্ড, ইউক্রেনেক লেখক-পরিচালক ইরিনা সিলিক, ফরাসি অভিনেতা পিয়েরে ডেলাডোনচ্যাম্পস, সাংবাদিক অ্যালেক্স ভিসেন্টে এবং মরক্কোর লেখক-চলচ্চিত্র নির্মাতা হিচাম ফালাহ।
For all the latest entertainment News Click Here