কানে আত্মপ্রকাশ ‘দেবী চৌধুরানী’র! জানালেন ‘ভবানী পাঠক’ প্রসেনজিৎ
‘দেবী চৌধুরানী’ তথা বাংলার ব্যান্ডিট কুইনকে এবার বড়পর্দায় নিয়ে আসছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই খবর এতদিনে সবাই জেনে গিয়েছেন। কোন চরিত্রে কাকে দেখা যাবে সেটাও সুস্পষ্ট। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত বাংলার এই বিগ বাজেটের ছবির শুভ মুক্তি ঘটবে আগামী বছর। ইতিমধ্যেই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। কিন্তু দেবী চৌধুরানীকে কেমন দেখতে হবে সেটা এখনও জানা যায়নি। এবার সেই বিষয়ে তথ্য দিলেন খোদ ‘ভবানী পাঠক’। থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় বাংলার এই ডাকাত রানির প্রথম লুক তথা পোস্টার শীঘ্রই প্রকাশ্যে আসবে বলেই জানিয়েছেন প্রসেনজিৎ। তবে সেই ছবি কেবল বাংলার বুকে উন্মোচিত হবে এমন নয়। গোটা বিশ্বের সামনে ধরা দেবেন তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচিত হবে ‘দেবী চৌধুরানী’র পোস্টার।
শনিবার, ২০ মে সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। অভিনেতা এদিন তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে একদিকে সদ্য প্রকাশ্যে আসা ‘দেবী চৌধুরানী’র পোস্টার, অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবের পোস্টার এবং ছবি। এই ছবিগুলোকে একসঙ্গে পোস্ট করে অভিনেতা লেখেন, ‘দেবী চৌধুরানী, বাংলার ব্যান্ডিট কুইনের মোশন পোস্টার আন্তর্জাতিক স্তরে দর্শকদের সামনে প্রকাশিত হবে। এই পোস্টার ওয়ার্ল্ড মিডিয়ার সামনে ইন্ডিয়ান প্যাভিলিয়ন ইন মার্চ দু ফিল্মস, কান ২০২৩ -এ দেখানো হবে।’ একই সঙ্গে তিনি লেখেন, ‘আজাদী কা অমৃত মহোৎসব। জয় ভৈরবী।’ তিনি তাঁর এই পোস্টে শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দকে মেনশন করেছেন।
বহু ভক্ত থেকে তারকারা তাঁর এই পোস্টে মতামত জানিয়েছেন। অভিনেত্রী রুক্মিণী মৈত্র হাততালির ইমোজি পোস্ট করেছেন।
প্রসঙ্গত এই ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে যে ছবি ২০২৪ সালের হেমন্তে আসছে, অর্থাৎ অনুমান করা হচ্ছে এই ছবি হয়তো পুজোর সময় মুক্তি পাবে। এই ছবিতে বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনা এবং শ্যাম কৌশলের অ্যাকশন দৃশ্য দেখা যাবে। তিনি এই ছবির অ্যাকশন দৃশ্যের পরিচালনা করবেন। এখানে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভবানী পাঠক হবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক, প্রমুখকে।
For all the latest entertainment News Click Here