কাদা ছোড়াছুড়ি নয়, সম্পর্ক ভাঙার দায় নিজে নিলেন সলমন, বললেন, ‘সব দোষ আমার’
সম্প্রতি সলমন খান তাঁর অসফল সম্পর্কগুলো নিয়ে মুখ খুলেছিলেন। ভাইজান একাধিকবার একাধিক সম্পর্কে জড়িয়েছেন কিন্তু কোনওটাই শেষ পর্যন্ত টেকেনি। এবার সেই সম্পর্কগুলো নিয়ে মুখ খুললেন তিনি। বললেন অন্য কারও ভুল নয়, হয়তো সমস্যা তাঁরই ছিল।
একটি সাক্ষাৎকারে সলমন বলেন, তাঁরই হয়তো কোনও খামতি আছে যে কারণে তিনি তাঁর সঙ্গীকে খুশি রাখতে পারেন না। কিন্তু এখন তাঁরা যে যেখানে আছেন সেখানে তাঁরা ভালো আছেন বলেই জানান ভাইজান।
এত বছরের কেরিয়ারে সলমন একাধিক নায়িকার সঙ্গে প্রেম করেছেন বলেই শোনা যায়। এঁদের মধ্যে আছেন, সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ, প্রমুখ। শেষে তাঁর সঙ্গে লুলিয়া ভান্তুরের একটা সম্পর্ক ছিল বলেই সব যায়। তাঁদের একসঙ্গে একাধিক অনুষ্ঠান, ইত্যাদিতে দেখা যেত।
সম্প্রতি আপ কী আদালত শোতে সলমনকে তাঁর প্রাক্তন এবং অতীতের সম্পর্কগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়। তিনি সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘ প্রেমে আমার ভাগ্যটাই খারাপ। যদি কারও আসার থাকে তাহলে আসবে। আসলে আমার সব প্রাক্তনরা ভালো ছিল। ভুল আমারই ছিল। প্রথমবার কেউ যখন ছেড়ে যায় দোষ তাঁর থাকে। দ্বিতীয়বার, তৃতীয়বার তাঁরই থাকে। চতুর্থবার কেউ ছেড়ে গেলে আপনার একটা কিন্তু সন্দেহ তৈরি হয়। আর পঞ্চমবার হলে সেটা ৬০-৪০ চান্স হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এর বেশি কেউ যদি আপনাকে ছেড়ে যায় জানবেন দোষ আপনারই। এখানে অন্য কারও দোষ নেই। দোষ আমার। আমার একটা ভয় ছিল হয়তো আমার সঙ্গী যা যেমনটা ভাবছেন সেই জীবন, সেই ভালোবাসা আমি তাঁকে দিতে পারব না। আমি নিশ্চিত ওঁরা এখন সবাই যে যাঁর মতো ভালো আছেন।’
সদ্যই সলমন খানের ছবি কিসি কা ভাই কিসি কি জান মুক্তি পেয়েছে। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। ফারহাদ সামজির ছবিতে ভাইজান ছাড়াও শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, ভূমিকা চাওলা, রাঘব জুয়েল, পূজা হেগড়েকে দেখা যাচ্ছে। এই ছবিটি ২১ এপ্রিল মুক্তি পেয়েছে।
For all the latest entertainment News Click Here