কাতার বিশ্বকাপের পরে পিএসজির ১ম ম্যাচেই লাল কার্ড দেখে লজ্জার নজির নেইমারের
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ শেষ হয়েছে ১৮ ডিসেম্বর। বিশ্বকাপের পরবর্তীতে লিগা ওয়ানে তাঁর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন পিএসজিল ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র। আর প্রথম ম্যাচেই তিনি লাল কার্ড দেখলেন। ইচ্ছাকৃতভাবে ডাইভ মারার কারণে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। আর এর ফলেই তিনি গড়ে ফেললেন এক লজ্জার নজিরও।
প্রসঙ্গত কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ব্রাজিল। ফলে বিশ্বকাপ অভিযান আগে শেষ হওয়ার ফলে বেশ কিছুটা অতিরিক্ত সময় পেয়ে গিয়েছিলেন নেইমার জুনিয়র। সেই ধাক্কা সামলে উঠে ক্লাব ফুটবলে নেমেও প্রথম ম্যাচের স্মৃতিটা সুখকর হল না নেইমারের। স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় এখন ক্লাব ফুটবলেও তাঁর সময়টা খুব একটা ভালোভাবে শুরু হল না। ফলে লিগা ওয়ানে পিএসজির রবিবারের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
উল্লেখ্য বুধবার রাতের ম্যাচে নেইমার দুটি হলুদ কার্ডে দেখেন। মাত্র দুই মিনিটের ব্যবধানে দেখেন দুটি কার্ড। প্রথম কার্ডটি দেখেন স্ট্রসবুর্গের আড্রিয়ান থমাসনের মুখে হাত দিয়ে আঘাত করার কারণে। এর কিছুক্ষণ পরই ইচ্ছাকৃতভাবে ডাইভ মেরে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ফলে নেমারকে মাঠ ৬২ মিনিটেই ফিরে যেতে হয় সাজঘরে। উল্লেখ্য পিএসজির হয়ে এটি নেইমারের পঞ্চম লাল কার্ড। উল্লেখ্য ২০১৭-১৮ মরশুমে নেইমার যোগ দেন ফরাসি লিগে। তার পরবর্তীতে আর কোনো ফুটবলার এত বেশি লাল কার্ড দেখেননি। যা অন্যতম লজ্জার নজিরও বটে।
এদিন ম্যাচে নেমার লাল কার্ড দেখলেও তার ফল অবশ্য পোহাতে হয়নি পিএসজিকে। ম্যাচে ২-১ গোলে জিতেছে তাঁরা। ম্যাচের ১৪ মিনিটে মার্কুইনসের গোলে লিড নিয়েথিল পিএসজি। বিরতিতে যাওয়ার সময়তেও স্কোর ছিল পিএসজির পক্ষে ১-০। বিরতির পরেই ঘটে ছন্দপতন। প্রথমার্ধের নায়ক মার্কুইনসের আত্মঘাতী গোলেই সমতা ফেরায় স্ট্রাসবুর্গ। এরপর নেইমার লাল কার্ড দেখায় ৬২ মিনিটের পর থেকে দশ জনে খেলতে হয় তাঁদের। ম্যাচের শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে, পিএসজিকে কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এনে দেন কাতার বিশ্বকাপের অন্যতম নায়ক কিলিয়ান এমবাপে।
For all the latest Sports News Click Here