কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াই ভুল! বিস্ফোরক প্রাক্তন ফিফা সভাপতি
শুভব্রত মুখার্জি: কাতারে ফুটবল বিশ্বকাপের আসর বসতে বাকি নেই আর বেশিদিন। একেবারে দোড়গোড়ায় কড়া নাড়ছে বিশ্ব ফুটবলের মহারণ। বিশ্ব ফুটবলের মহাযঞ্জে অংশ নেওয়ার আগে এক একটি দেশ তাদের স্কোয়াডও ঘোষণা শুরু করেছে। এমন আবহেই কার্যত বোমা ফাটিয়েছেন প্রাক্তন ফিফা সভাপতি সেপ ব্লাটার। তাঁর মন্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে ফুটবল বিশ্বে। তাঁর মন্তব্য কাতারকে নাকি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়াটাই ভুল ছিল!
সম্প্রতি সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারের সঙ্গে সাক্ষাৎকারে ব্লাটার বলেছেন, ‘কাতার বিশ্বকাপ একটা ভুল সিদ্ধান্ত। খুব খারাপ পছন্দ ছিল ওটা। এটি একটি দেশ হিসেবে খুবই ছোট। এর থেকে ফুটবল এবং বিশ্বকাপের আসর অনেক বড়। কাতারে বিশ্বকাপ সম্পর্কিত নির্মাণকাজ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর, ২০১২ সালে ফিফা আয়োজক দেশ নির্বাচন করার ক্ষেত্রে মানদণ্ড সংশোধন করেছে। এখানে আয়োজক দেশের সামাজিক অবস্থা এবং মানবাধিকারকে যুক্ত করা হয়েছে।’
কাতার বিশ্বকাপ শুরু হতে যেখানে আর দুই সপ্তাহেরও কম সময় হাতে রয়েছে সেখানে এই ব্লাটারের এই মন্তব্য রীতিমতো ঝড় তুলে দিয়েছে। এমন সময়ে ফের বিশ্বকাপ আয়োজনের বিরোধিতা করে মন্তব্য করেছেন প্রাক্তন ফিফা সভাপতি সেপ ব্লাটার। বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে কাতারে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল দীর্ঘদিন থেকেই। এই মহাযঞ্জ আয়োজন করতে গিয়ে বহু শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সেই সঙ্গে ছিল লাগামছাড়া দুর্নীতি। আর এইসব কারণকে মাথাতে রেখেই এমন মন্তব্য ব্লাটারের। তাঁর মনে হয়েছে কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার তাঁর যে সিদ্ধান্ত সেটা একেবারেই ভুল ছিল।
প্রসঙ্গত ২০১০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে কার্যত ‘জাদু’ বলে টপকে বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছিল কাতার। এই দায়িত্ব দেওয়ার পিছনেও রয়েছে বিপুল অঙ্কের অর্থের লেনদেন এমন অভিযোগও উঠেছিল। এরপর থেকেই নানারকম অনিয়ম-দুর্নীতির খবর অনুষ্ঠিত হতে চলা কাতার বিশ্বকাপকে সামনে রেখে এসেছে বারবার। ১৭ বছরে ফিফার প্রেসিডেন্ট থাকা ব্লাটারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তাঁর উপর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। এরপর গত জুনে ব্লাটারকে জালিয়াতির অভিযোগ থেকে অব্যাহতি দেয় সুইজারল্যান্ডের আদালত। যদিও প্রসিকিউটরদের তরফে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
For all the latest Sports News Click Here