কাজ করতে করতেই স্ট্রোক, ধরা পড়ে স্তনে টিউমার, তবুও অদম্য সাথীর ‘বৃষ্টি’ অনুমিতা
সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক সাথী দেখতে দেখতে ৪০০ পর্ব পার করে ফেলল। এই ধারাবাহিকেই কদিন কিছুদিন আগে অতিথি হিসেবে আবির চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকের তরফে প্রায় প্রতি সপ্তাহেই কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কখনও এখানে উঠে আসছে নায়ক নায়িকার মধ্যে মিষ্টি প্রেম, কখনও আবার তাঁদের মধ্যে ধরা পড়ছে নানা ঝামেলা। ইদানিংকালে যা ট্রেন্ড চলছে এক একটি ধারাবাহিক আসতে না আসতেই শেষ হয়ে যায়, সেখানে এই ধারাবাহিক যে এক বছরের বেশি সময় চলে ৪০০ পর্ব পার করল সেটা সত্যি একটি ভালো ব্যাপার। এই টিমের তরফে অভিনেতারাও ভীষণ খুশি দর্শকদের মনোরঞ্জন করতে পেরে।
৪০০ পর্ব পার করায় সাথীর সেটে আনন্দের ছোঁয়া লেগেছে। সেজে উঠেছিল গোটা সেট। এই উপলক্ষ্যে এই ধারাবাহিকের নায়িকা বৃষ্টি ওরফে অনুমিতা দত্ত আনন্দবাজারকে জানান, ‘আমি খুব খুশি। এই পরিবারের সঙ্গেই আমার দিনের বেশির ভাগ সময়টাই কাটে। ফলে এই সেটটাই এখন আমার বাড়ি হয়ে গিয়েছে। আর পরিবার সাফল্য পেলে সেটা ভালো তো লাগবেই। আমি চাই এই ধারাবাহিক যেন ১০০০ পর্বের গণ্ডি অতিক্রম করতে পারে।’
এই বিষয়ে উল্লেখযোগ্য এই ধারাবাহিকে কাজ করতে করতেই ভীষণ অসুস্থ হয়ে পড়েন অনুমিতা। তাঁর স্তনে টিউমার ধরা পড়ে। তিনি এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘তিন মাস ধরে আমার জ্বর ছিল। তখন তেমন ভাবে বুঝতে পারিনি। শ্যুটিং চলাকালীন আমি অসুস্থ হয়ে পড়ি, রক্তচাপের সমস্যা দেখা দেয়। হার্টবিট বেড়ে যায়। এরপর আমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় আমার মাইল্ড স্ট্রোক হয়েছে, সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে। আমার গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল।’ তবে এখন অনুমিতা সম্পূর্ণ সুস্থ। তিনি এখন এই ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন।
For all the latest entertainment News Click Here