কাজে এল না জাহাঙ্গীরের লড়াই, ৪২ বল বাকি থাকতেই আমেরিকাকে গুঁড়িয়ে দিল নেপাল
সায়ন জাহাঙ্গীরের দুরন্ত শতরানেও কোনও লাভ হল না। ৪২ বল বাকি থাকতেই আমেরিকাকে ছয় উইকেটে গুঁড়িয়ে দিল নেপাল। যা এবারের একদিনের বিশ্বকাপ কোয়ালিফায়ার-পর্বে নেপালের প্রথম জয়। শুধু তাই নয়, সেই জয়ের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন টিকিয়ে রাখল নেপাল। নয় ওভারে ৩৩ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন করণ ছেত্রী। তাঁর আশা, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে যাবে নেপাল। করণের কথায়, ‘এটা খুব গুরুত্বপূর্ণ জয়। আমাদের দুটি ম্যাচ বাকি আছে। কমপক্ষে একটি ম্যাচে জিতে প্রথম ছয়ের টিকিট পেতে হবে।’
মঙ্গলবার হারারেতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নেপালের অধিনায়ক রোহিত পৌদেল। আর অধিনায়কের সেই আস্থার পুরো মর্যাদা দেন নেপালের বোলাররা। তাঁদের দুরন্ত বোলিংয়ে কেঁপে যায় আমেরিকা। দ্বিতীয় ওভারে পরপর দু’বলে উইকেট পড়ে যায়। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আমেরিকা। নেপালের বোলারদের সামনে রীতিমতো কাঁপছিলেন মার্কিন খেলোয়াড়রা। ১০ ওভারে আমেরিকার স্কোর ছিল চার উইকেটে ১৯ রান।
সুশান্ত মোদানি (৭১ বলে ৪২ রান) এবং গজানন্দ সিং (৪১ বলে ২৬ রান) কিছুটা চেষ্টা করলেও বাকি মার্কিন ব্যাটাররা নেপালের সামনে দাঁড়াতেই পারেননি। রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় আমেরিকা। সেই ধ্বংসস্তূপ থেকে আমেরিকাকে তুলে ধরেন সায়ন। ৭৯ বলে অপরাজিত অপরাজিত ১০০ রান করেন। তাঁর ইনিংস ১০টি চার এবং তিনটি ছক্কায় সাজানো ছিল। সায়ন যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ আমেরিকার স্কোরকার্ডে যে ১৪২ রান যুক্ত হয়েছিল, সেটার মধ্যে ১০০ রানই করেন সায়ন।
আরও পড়ুন: ICC World Cup 2023 Qualifiers: ইতিহাস গড়ল ওমান! বিশ্বকাপের কোয়ালিফায়ারে হারিয়ে দিল ‘ফেভারিট’ আয়ারল্যান্ডকে
(বিস্তারিত পরে আসছে)
For all the latest Sports News Click Here