‘কাজটা খুব একটা সহজ হবে না;’ মায়াঙ্কের পঞ্জাব নিয়ে গাভাসকরের বড় মন্তব্য
পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। তার হাত ধরেই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন করে শুরু করতে তৈরি প্রীতির পঞ্জাব। ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন অধিনায়ক কেএল রাহুলকে ধরে না রাখার পরে,দল মায়াঙ্ককে তাদের দলের নতুন অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে। অনিল কুম্বলেকে কোচ হিসাবে রাখা হয়েছে। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন নতুন অধিনায়কের জন্য আসন্ন মরশুমের কাজটা সহজ হবে না।
পাঞ্জব কিংস২০০৮এবং২০১৪সালে মাত্র দু’বার প্লে অফে পৌঁছেছে এবং সপ্তম সিজনে রানার্স-আপ হয়েছে। পঞ্জাব সম্পর্কে নিজের চিন্তাভাবনা শেয়ার করেগাভাসকর স্বীকার করেছেন যে পঞ্জাব দলে উপস্থিত প্রতিভাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে গেলে এক প্রকার লড়াই করতে হবে।তার মতেএটি একটি কঠিন কাজ হতে চলেছে। তার মতে,‘এটা সহজ কাজ হবে না।’
গাভসকর বলেন,‘তারা এমন একটি দল যারা বছরের পর বছর ধরে তাদের প্রতিভার প্রতি সুবিচার করেনি। কারণ, আমরা জানি না। টি-টোয়েন্টি ফর্ম্যাটে কখনও কখনও ভাগ্যের প্রয়োজন হয়। তবে তারা এমন দল যারা কেবলমাত্র আরও ভালো হতে পারে, কারণ তারা এখনও ফাইনালে পৌঁছাতে পারেনি (তারা২০১৪সালে পৌঁছেছিল) যদি আমি ভুল না করি। যে কারণে নকআউট বা ফাইনালে ওঠার উত্তেজনা রয়েছে তাদের। কে জানে, একবার তারা সেখানে গেলে তারা ট্রফিটি ঘরে নিয়ে যেতে পারে।’গত মাসে আইপিএল ২০২২ মেগা নিলামে পঞ্জাব সেরা খেলোয়াড় বেছে নিয়েছে। তারা কাগিসো রাবাদা,জনি বেয়ারস্টো,লিয়াম লিভিংস্টোন,শিখর ধাওয়ান এবং শাহরুখ খানের মতো তারকা খেলোয়াড়দের নিজেদের দলে যোগ করাতে সক্ষম হয়েছে।
For all the latest Sports News Click Here