কাছের সঙ্গীর মৃত্যুতে বড় আঘাত পেলেন সিদ্ধার্থ মলহোত্রা, শোকে কাতর কিয়ারাও
‘শেরশাহ’ অভিনেতা সদ্য হারিয়েছেন নিজের সারমেয় অস্কারকে। পোষ্যর সাথে সিদ্ধার্থের বন্ডিংয়ের ব্যাপারে অবগত ছিলেন তাঁর ভক্তরা। অস্কারের সাথে ছবি-ভিডিয়ো শেয়ার করতেন প্রয়াই সোশ্যাল মিডিয়ায়। কাছের সঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছেন সিদ্ধার্থ।
অভিনেতা সোশ্যাল মিডিয়ায় অস্কারের সাথে কাটানো নানা মুহূর্তের ছবি শেয়ার করে লিখলেন, ‘ভারী মন আর ভেজা চোখে সকলকে একথা জানাচ্ছি, আমার অস্কার আর এই দুনিয়াতে নেই। ও আমার মনে একটা বড় জায়গা খালি করে দিয়ে চলে গেল। ১১ বছর ধরে মুম্বইতে ওই ছিল আমার পরিবার।’
সিদ্ধার্থ আরও লেখেন, ‘ওর এনার্জি আমি মিস করছি। আমি ওর থেকেই শিখেছিলাম কীভাবে কারও খেয়াল রাখতে হয়, কারও যত্ন করতে হয়। ওই আমাকে শিখিয়েছিল কারও সাথে আবেগের সম্পর্কই এই পৃথিবীতে সেরা। সবসময় আমায় আনন্দ দিয়ে গিয়েছে একইভাবে।’
অস্কারের চলে যাওয়ায় মন খারাপ সিদ্ধার্থের চর্চিত বান্ধবী কিয়ারারও। নিজের ইনস্টা স্টোরিতে অস্কার আর সিডের তিনটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। একটা ছবিতে দেওয়া হয়েছে লাভ ইমোজি। আর আরেকটা ছবির ক্যাপশনে লেখা ‘বেস্ট বয়জ’।
সিদ্ধার্থকে সান্ত্বনা জানিয়েছেন তারকারা। সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘খুব খারাপ লাগছে সিড। তবে সব কুকুররা স্বর্গে যায়। পৃথিবীর থেকেও ভালো জায়গায় বসে ও তোমাকে দেখছে।’ করণ জোহর, অনুষ্কা শর্মা, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডেরাও কমেন্ট করেছেন এই পোস্টে।
For all the latest entertainment News Click Here