কাছের মানুষদের নিয়ে রোস্তোরাঁয় পার্টি প্রিয়াঙ্কার, ফুচকা খেলেন কজ্বি ডুবিয়ে
বিদেশের মাটিতে বসে ফুচকার স্বাদ নিচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নেটমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন সেই ভিডিয়ো। আপাতত নিউ ইয়র্কে রয়েছেন দেশি গার্ল।
দেশি গার্লের নিউ ইয়র্ক ট্রিপ দুর্দান্ত কাটছে। একাধিক সেমিনারে যোগদান, মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের সঙ্গে সময় কাটানো এবং স্বামী নিক জোনাস, বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। নিউ ইয়র্কে প্রিয়াঙ্কার রেস্তোরাঁর নাম সোনা। সেখানেই বন্ধুদের জন্য পার্টির আয়োজন করেছিলেন দেশি গার্ল। আরও পড়ুন: এক সময় স্ত্রীর ভরসায় সংসার চলত এই বলিউড তারকাদের, এখন তাঁরা সুপারস্টার
বৃহস্পতিবার রাতে প্রিয়াঙ্কার পার্টির ঝলক উঠে এসেছে ইনস্টাগ্রামের পাতায়। পোস্টের ক্যাপশনে লেখা, ‘আমার প্রিয় মানুষদের সঙ্গে এনওয়াইসি নাইট আউট।’ আরও পড়ুন: মহালয়ায় চ্যানেলে চ্যানেলে জোর টক্কর! দশভূজা রূপে আসছেন কোন কোন স্টার অভিনেত্রী
ভিডিয়োর বাকি অংশে প্রিয়াঙ্কা এবং তাঁর অতিথিদের পাশাপাশি রেস্তোরাঁর নান্দনিক সাজসজ্জার ছবি দেখানো হয়েছে। একটি ছবিতে ‘গোলগাপ্পা’ উপভোগ করেছেন নায়িকা। অন্যটিতে নিক জোনাসের সঙ্গে পোজ দিয়েছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের সঙ্গেও পোজ দিয়েছেন ছবিতে। এই সপ্তাহের শুরুতে রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দেওয়ার সময় তারা দুজন একসঙ্গে একটি ছবিও ক্লিক করেছিলেন। প্রিয়াঙ্কার হোমওয়্যার লাইন সোনা হোমসের কাটলারিও রেস্তোরাঁয় তার সুসজ্জিত ডাইনিং টেবিলের ঝলক তুলে ধরেছেন। আরও পড়ুন: ওয়েস্টার্ন ছেড়ে এথনিক পোশাকে খুশি, বোনকে ‘গোলাপি মাফিন’ বলে উঠলেন জাহ্নবী
বর্তমানে রাষ্ট্রসংঘের অন্তর্গত ‘ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলেড্রস ইমার্জেন্সে ফান্ড’ বা ‘ইউনিসেফ’-র গুডউইল অ্যাম্বাসাডার পদ রয়েছে প্রিয়াঙ্কা। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিয়ে ভাষণ দেন তিনি।
রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে যোগ দেওয়ার সময়, মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক উড়ে গিয়েছেন নায়িকা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বসে জানলা থেকে বাইরের দৃশ্য উপভোগ করছেন মেয়েকে নিয়ে, সেই ছবি শেয়ার করেছেন তিনি। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। রণবীর সিং, দিয়া মির্জা এবং সোনালি বেন্দ্রে সহ আরও অনেকে দেশি গার্লের ছবিতে একরত্তিক জন্য ভালোবাসা উজাড় করেছেন।
হলিউডে একগুচ্ছ প্রোজেক্ট রয়েছে দেশি গার্লের হাতে। ‘কোয়ান্টিকো’র পর ‘বেওয়াচ’, ‘ইজন্ট ইট রোম্যান্টিক’,’দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’-এর মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি’-র মতো হলিউড প্রোজেক্টে আগামিতে দেখা যাবে তাঁকে। সঙ্গে খুব জলদি তাঁর বলিউডে ফেরার কথা ‘জি লে জারা’-র শ্যুটে। যদিও খবর আলিয়া মা হওয়ার পর এই কাজে শুরু হতে পারে। সম্ভবত ২০২৩ সালে শুরু হবে এই ছবির শ্যুটিং।
For all the latest entertainment News Click Here