‘কাকে বিয়ে করবেন?’, বেয়ার গ্রিলসকে হবু ‘স্ত্রী’য়ের কথা জানিয়েছিলেন ভিকি!
রাজস্থানের সোয়াই মাধোপুরে আজ থেকেই জমিয়ে শুরু হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান। এদিন দিনভর ধরে চলছে তারকা জুটির সংগীত অনুষ্ঠান। দুই বলি তারকা জুটির পরিবার গতকালই পৌঁছে গেছিলেন রাজস্থানে। বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি-ভিডিয়ো যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের নানা শর্ত দেওয়া হয়েছে।বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে জুটির বিয়ের আসর। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হয়ে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি।
তবে কিছুদিন আগে পর্যন্ত নিজেদের বিয়ের ব্যাপারটিকে সযত্নে গোপন রেখেছিলেন ‘ভিক্যাট’। জানিয়ে রাখা ভালো এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথাটুকু পর্যন্ত নিয়ে মুখে টুঁ শব্দটি পর্যন্ত করেননি দু’পক্ষের কেউই। তবে বেশ কিছুদিন আগে স্ত্রী হিসেবে কেমন নারী পছন্দ সেই বিষয়ে মুখ খুলেছিলেন ভিকি। তাও আবার প্রকাশ্যে, একেবারে ক্যামেরার সামনে।
মাসখানেক আগে বিশ্ব বিখ্যাত টেলিভিশন প্রেজেন্টার বেয়ার গ্রিলসের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইনটু দ্য ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ক্যাটরিনার কইফের হবু স্বামী। মলদ্বীপে শ্যুট করা গ্রিলসের শো-এর ওই বিশেষ এপিসোড চলাকালীন ভিকি জানান এমন মেয়েকে তিনি জীবনসঙ্গিনী হিসেবে চান যে পাশে থাকলে তাঁর ‘ঘরে থাকার অনুভূতি’ হবে। তা তাঁরা সেইমুহূর্তে প্রথিবীর যে প্রান্তেই থাকুন না কেন। ভিকি আরও বলেন যে যদি কোনও মানুষ তাঁর ভালোবাসার মানুষটিকে তাঁর সবরকম ভালো এবং মন্দ নিয়ে ভালোবাসেন তবেই তা সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। শোনামাত্রই বেয়ার গ্রিলসের জিজ্ঞাসা ছিল ‘উরি’র তারকাকে কি কোনওদিন বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে? জোর গলায় জবাব এসেছিল, ‘একটা নির্দিষ্ট সময়ের পর, অবশ্যই!’
প্রসঙ্গত, ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন। ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছে। ফলত তারকা জুটির বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের মধ্যেও।
For all the latest entertainment News Click Here