কাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামাবে KKR, ঘুরিয়ে উত্তর দিলেন কোচ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৩ মরশুমে নতুন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম যে চ্যালেঞ্জিং হতে চলেছে সেটা মনে করেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। প্রাক-মরশুম প্রেস কনফারেন্সে কথা বলতে গিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, ‘আমরা এটা নিয়ে কাজ করছি, স্পষ্টতই (আইডেন্টিফাইড ইমপ্যাক্ট প্লেয়ার?) এটা একটা চ্যালেঞ্জিং নিয়ম। এটা খুব মজার। মূলত, কোচ এবং অধিনায়কদের জন্য, এটি আকর্ষণীয় হতে চলেছে। আমরা এটি সম্পর্কে চিন্তা করছি, আমাদের সহায়তা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছি। মাঠে এলে সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, আমরা এর জন্য প্রস্তুত।’
প্লেয়িং ইলেভেন ছাড়াও দলগুলো খেলার যে কোনও পর্যায়ে বিকল্প আনতে পারে। টসে প্লেয়িং ইলেভেন ছাড়া দলগুলোকে চারটি বিকল্প নাম দিতে হবে। তাদের একজনকে বিকল্প হিসেবে যে কোনও সময় একাদশে আনা হতে পারে। কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ‘আমরা প্রতিটি সম্ভাব্য উপায় থেকে এটি দেখছি। সেই নির্দিষ্ট দিন সিদ্ধান্ত নেবে এবং বিরোধীরা আমাদের প্রভাবশালী খেলোয়াড়ের সিদ্ধান্ত নেবে।’
আরও পড়ুন… জানেন কি ক্রিকেট খেলার জন্য বাবার থেকে বেল্ট দিয়ে মার খেতেন DC-র এই ক্রিকেটার
শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে নীতিশ রানাকে। তাঁর সম্পর্কে কথা বলতে গেলে চন্দ্রকান্ত পন্ডিত বলেছেন, ‘আন্তর্জাতিক স্তরে প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে বিশেষ এবং নীতিশ রানাকে অধিনায়কত্ব দেওয়া কোচ এবং সাপোর্ট স্টাফদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। এবং সকলেই এটি খুব ভালো ভাবে গ্রহণ করেছে।’ তিনি আরও বলেন, ‘অধিনায়ক নির্বাচনের চেয়ে বেশি দায়িত্ব দেওয়া নিয়ে এবং আমরা ভেবেছিলাম যে সে খুব সক্ষম। তিনি বহু বছর ধরে কেকেআর-এ আছেন এবং সমস্ত বাক্সে টিক দিয়েছিলেন। আমরা তার সামর্থ্যের প্রতি খুবই আস্থাশীল।’
আরও পড়ুন… পাকিস্তান পেল আরও এক ভয়ঙ্কর পেস বোলার! তরুণ পাক পেসারের বলে রক্তাক্ত আফগান ব্যাটার
পিঠের চোটের কারণে আইপিএল মিস করতে চলেছেন শ্রেয়স আইয়ার। অই বিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রকান্ত পন্ডিত বলেছেন, ‘আমি যতই ছোট ক্রিকেট খেলেছি বা কোচিং করি না কেন, স্কোয়াডের অনুপলব্ধতার মতো বিষয় নিয়ে আমি কখনও পিছিয়ে যাইনি। শ্রেয়সের অনুপস্থিতি একটি পার্থক্য তৈরি করবে যেহেতু সে গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সত্যিই দুর্ভাগ্যজনক।’ পন্ডিত আরও যোগ করে বলেছেন, ‘আমরা আশা করছি শ্রেয়স খুব শীঘ্রই ফিরে আসবে এবং এটি দলে অনেক পরিবর্তন আনবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here