‘কাকা নাচছে ভাইঝির সঙ্গে!’, বিল্লি বিল্লি গানে সলমন-পূজাকে দেখে হল তুমুল ট্রোল
সলমন খানের নতুন সিনেমা কিসি কা ভাই কিসি কি জান-এর দ্বিতীয় গান বিল্লি বিল্লি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। ভক্তরা এটি বেশ পছন্দও করেছেন। গানটিতে সলমন খানকে দেখা গিয়েছে পূজা হেগড়ের বিপরীতে। গানে দেখা মিলল শেহনাজ গিল আর পলক তিওয়ারিরও।
তবে এই গান যতই ভাইজান-ভক্তদের মন কেড়ে নিক না কেন, ট্রোলাররা পিছু ছাড়েনি। কারণ সলমন আর পূজা হেগড়ের বয়সের পার্থক্য়। কেউ বলছেন দেখে মনে হচ্ছে কাকা-ভাইঝি, তো কেউ আবার বলছেন যেন বাবা-মেয়ে।
একজন লিখেছেন, ‘সলমন ভাই আর যাই করো অন্তত নিজের বয়সের কোনও নায়িকাকে কাস্ট করো। দেখে যেন বাবা-মেয়ে লাগছে।’
অপরজন লিখলেন, ‘বয়সের ফারাক ছেড়েই দিলাম নয়, কিন্তু নাচটা দেখেও তো মনে হচ্ছে কাকা নিজের ভাইঝির সঙ্গে নাচছে।’
দেখে নিন টুইটগুলি-
কিসি কা ভাই কিসি কি জান ফরহাদ সামজি পরিচালিত। ২১ এপ্রিল ঈদে ছবিটি মুক্তি পাবে। এই সিনেমা দিয়েই চার বছর পর ইদের সপ্তাহান্তে বড় পর্দায় আসবেন সলমন। শেষ ইদে যে সিনেমায় সলমন দেখা দিয়েছেন তা হল ‘ভারত’। কিসি কা ভাই কিসি কি জান ছাড়াও টাইগার ৩-এ ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাসমির সঙ্গে দেখা যাবে সলমন খানকে এরপর। যা আসবে ডিসেম্বরে।
প্রসঙ্গত, গত বছর হঠাৎই রটে যায় ইউলিয়া ভান্তুরকে ছেড়ে নতুন করে প্রেমে পড়েছেন সলমন। আর সেটা আর কেউ নয়, নায়িকা পূজা হেগড়ে। উমের সান্ধু নামের এক ফিল্ম সমালোচক দাবি করেন, ‘শহরের নতুন জুটি সলমন-পূজা! মেগাস্টার সলমন খান মন দিয়েছেন পূজা হেগড়েকে। সলমন খানের প্রোডাকশন হাউসের আগামী দুটি ছবির নায়িকা পূজা। একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা’।
এরপর সলমনের খুব কাছের বন্ধু খ্যাতনামা পরিচালক এই নিয়ে মুখ খুললেন। এক নিউজ পোর্টালকে ওই ব্যক্তি জানালেন, ‘যেসব লোক এসব যাচ্ছাতাই খবর ছড়ায় তাদের লজ্জা হওয়া উচিত। ওই মেয়েটা সলমনের মেয়ের বয়সী। একসঙ্গে ছবি করছে মানে এই নয় যে প্রেম করছে। কারও কারও হয়তো এটা ছবির জন্য প্রচার লাগতে পারে, কিন্তুু খুব অস্বস্তিকর খবর এটা।’
For all the latest entertainment News Click Here