কাউন্টিতে বোকার মত আউট হলেন পাক ব্যাটার, ভিডিয়ো ভাইরাল
চলছে কাউন্টি ক্রিকেট। দ্বিতীয় ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বিশায়ার ও ডারহাম। এই ম্যাচে আশ্চর্যজনকভাবে আউট হলেন পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলি। তিনি ডার্বিশায়ারের হয়ে খেলছেন। ব্যক্তিগত ৩৮ রানের মাথায় আশ্চর্যজনক ভাবে প্যাভিলিয়ানে ফিরে যান আলি। প্রথমে এলবিডব্লিউ এর জন্য আবেদন করা হলেও স্টাম্প আউট হন তিনি।
প্রতিপক্ষের অধিনায়ক স্কট বোর্থউইকের একটি বল প্যাডে এসে লাগে হায়দারের। ফিল্ডাররা আবেদন করলে মাঠে থাকা আম্পায়ার তা দেননি। সেই সময় রান নিতে কিছুটা এগিয়ে যান পাকিস্তানের এই ক্রিকেটার। তিনি খেয়াল করেননি বল উইকেট কিপার এর হাতের নাগালেই ছিল। স্টাম ছেড়ে কয়েক পা এগোতেই নন-স্ট্রাইকার প্রান্তে ব্রুক গেস্টের দিকে তাকান তিনি। সেই সময় ব্রুক রান নিতে অস্বীকার করেন। হায়দার বুঝতে পারেন গেস্ট এই বিপদজনক সিঙ্গেল নেবেন না।
ডারহাম উইকেটরক্ষক অলি রবিনসন সেই সুযোগ নিয়ে বল সংগ্রহ করে উইকেট ভেঙে দেন। হায়দার তাঁর ব্যাট ক্রিজে অনেক দেরি করে ঢোকানের চেষ্টা করেন। কিন্তু তার উইকেট বাঁচাতে পারেননি। জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় টুইটারে হায়দার আলির আউটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে স্পষ্টভাবে দেখা গিয়েছে তিনি কিভাবে আউট হয়েছে। ভিডিয়ো থেকে বোঝা গিয়েছে তিনি বুঝতেই পারেননি বল কোথায় গিয়েছে। ধারাভাষ্যকাররা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন এই বিষয় নিয়ে। তারাও মন্তব্য করেন কি করতে চাইছেন হায়দার। ক্রিজে অনেকটা সেট হয়ে যাওয়ার পর এইরকম বাজেভাবে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার জন্য আফসোস থেকে যাবে হায়দারের।
হায়দারের এইভাবে উইকেট ছেড়ে দিয়ে ফিরে আসার জন্য খুব একটা চাপের মুখে পড়তে হয়নি তার দল ডার্বিশায়ারকে। তারা ছয় উইকেট হারিয়ে ৩১৭ রানে দিন শেষ করে। হায়দার আউট হওয়ার সময় ব্রুক ১০৯ রানে ব্যাট করছিলেন। তার অসাধারণ ইনিংস অনেকটা সাহায্য করেছে ডার্বিশায়ারকে। তবে ক্রিকেটে এমন ঘটনা মোটেই নতুন কিছু নয়। এমনটা হামেশাই দেখা যায়। ফের একবার তা দেখা গেল কাউন্টিতে। শুধু তাই নয়, অনেকে আবার এই ঘটনাকে মজার ছলেই দেখছেন।
For all the latest Sports News Click Here