কাউন্টিতে জমিয়ে লেগস্পিন পূজারার, চেতেশ্বরের বোলিংয়ের ভিডিয়ো মিস করলে পস্তাবেন
ভারতের হয়ে ৯৬টি টেস্টে ৬৭৯২ রান সংগ্রহ করেছেন চেতেশ্বর পূজারা। ফার্স্ট ক্লাস ক্রিকেটে সাকুল্যে ১৮ হাজারের কাছে রান রয়েছে তাঁর। ৫৪টি সেঞ্চুরি ও ৭১টি হাফ-সেঞ্চুরি রয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে।
৫০ ওভারের ক্রিকেটে আরও ১১টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি করেছেন পূজারা। এমনকি টি-২০ ক্রিকেটেও ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সুতরাং, ব্যাট হাতে চেতেশ্বরকে রং ছড়াতে দেখা নতুন কিছু নয়। তবে পূজারা ফার্স্ট ক্লাস ম্যাচে বল করছেন, এমন ছবি ক’জন দেখেছেন, তা খুঁজতে ডিটেকটিভের প্রয়োজন হতে পারে।
অবশেষে সেই বিরল ছবি দেখা গেল কাউন্টি ক্রিকেটে। লেস্টারশায়ারের বিরুদ্ধে ম্যাচে সাসেক্সের হয়ে ১ ওভার বল করলেন চেতেশ্বর। ডানহাতে লেগস্পিন বল করে সেই ওভারে ৮ রান খরচ করেন তিনি।
আরও পড়ুন:- কাউন্টিতে ৬ ম্যাচেই ৭৫০ রানের গণ্ডি টপকালেন পূজারা, হাতছাড়া করলেন হাফ-সেঞ্চুরি
যদিও ফাস্ট ক্লাস ক্রিকেটে বল করা পূজারার এই প্রথম নয়। এমনকি ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ১ ওভার বল করেছিলেন তিনি। ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬টি উইকেটও রয়েছে তাঁর। লিস্ট-এ ক্রিকেটে বল করেছেন মোটে ১ ওভার।
আরও পড়ুন:- County Championship: বল নয়, কাউন্টিতে ব্যাট হাতে ঝড় তুললেন উমেশ যাদব, ভিডিয়ো
ম্যাচে অবশ্য লেস্টার জোরদার লড়াই চালাচ্ছে সাসেক্সের বিরুদ্ধে। সাসেক্সের ৫৮৮ রানের জবাবে ব্যাট করতে নেমে লেস্টারশায়ার তৃতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৫২৯ রান তুলেছে। পূজারা সাসেক্সের হয়ে ব্যাট হাতে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন।
For all the latest Sports News Click Here