কাউকোর বিকল্প পেয়ে গেল মোহনবাগান! কথাবার্তা শুরু স্প্যানিশ তারকার সঙ্গে
মাস তিনেকের পর শুরু হতে চলেছে আইএসএল মরশুম। ইতিমধ্যেই দল বদলের পালা শুরু হয়ে গিয়েছে। সব দলই তাদের গত বছরের ব্যর্থতা ভুলে নতুন ভাবে নিজেদের সংসার গুছিয়ে নিতে প্রস্তুত। গত বছর আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সবচেয়ে সেরা দল গড়তে কোনও খামতি রাখতে চাইছে না। মোহনবাগান আইএসএলের সেরা দল হলেও তাদের বেশ কিছু খামতি ছিল। সেই খামতিগুলি মরশুমের মাঝপথে ভুগিয়েছে সবুজ মেরুনকে। সেই ভুল আর করতে চাইছে না, মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ার ফুটবলার জেসন কামিংসের সঙ্গে চুক্তি প্রায় পাকা। তবে জনি কাউয়ের চোট বেশ সমস্যায় রেখেছে বাগান শিবিরকে। আজকাল পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তাঁর বিকল্প ফুটবলার হিসাবে স্পেনের আলবার্তো কুইলেসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন বাগান কর্তারা।
দল বদলের বাজারে মোহনবাগান তাদের বেশ কিছু পুরনো ফুটবলারকে ধরে রেখেছে। বিদেশি ফুটবলারদের পাশাপাশি কিছু ভারতের বেশ কয়েক জন প্লেয়ারকে দলে নেওয়ার চিন্তাভাবনা চলছে। কথাবার্তা চলছে অনিরুদ্ধ থাপার সঙ্গে। ইতিমধ্যেই সই করেছেন স্টপার আনোয়ার। তবে চিন্তা রয়েছে জনির চোট নিয়ে। সূত্র মারফত যা জানা যাচ্ছে জনির চোট সারিয়ে উঠতে বছরের শেষ হয়ে যাবে। সে ক্ষেত্রে তাঁকে দলে রাখার সম্ভাবনা নেই। তাই তাঁর বিকল্প খুঁজছে বাগান। স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার আলবার্তো কুইলেসের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। এএফসি কাপের মূল পর্বে ওঠার জন্য ১ আগস্ট প্লে-অফের ম্যাচের কথা মাথায় রেখে তড়িঘড়ি তাকে দলে নিয়ে আসতে চাইছে মোহনবাগান কর্তারা।
অন্যদিকে হুগো বৌমসকে বিদেশের অন্য কোনও দলে খেলতে পাঠানো হবে বলে জল্পনা চলছে। তবে বিদেশী ফুটবলার হিসেবে ব্রেন্ডন হ্যামিল, কার্ল ম্যাকহিউ, পেত্রাতোসরা দলে রয়েছেন। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক প্রীতম কোটালের কেরালা ব্লাস্টার্সে যাওয়ার সামনে রয়েছে ট্রান্সফার ফি। মোহনবাগানের দাবি মতো যদি কেরল ট্রান্সফার ফি দেয় তবেই দল ছাড়বেন প্রীতম।
অধিনায়ককে ছাড়তে রাজি হলেও সবুজ মেরুন শিবির গত বছরের কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছে না। কোচ ফেরান্দোর সঙ্গে চুক্তি বাড়ানোর পর তার হাতে সেরা দল তুলে নিতে চাইছে তারা। অন্যদিকে বাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিয়ো লোপেজ হাবাস নতুন দায়িত্ব নিয়ে ফের মোহনবাগানের সঙ্গে যুক্ত হতে চলেছেন। তবে এবার কোচ নয় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
For all the latest Sports News Click Here