কাঁধ থেকে খসে পড়েছে শ্রাগ, সি বিচে একলা বসে ‘মেয়েবেলা’র মউ, মন খারাপ স্বীকৃতির?
জুন মাসেই শেষ হয়েছে মেয়েবেলা ধারাবাহিক। কিছুটা তাড়াহুড়ো করেই স্টার জলসা শেষ করে দেয় তাঁদের এই মেগা। সুরিন্দর ফিল্মসের তরফে বেশ অন্য ধারার একটি গল্পকে বড় বাজেটেই নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেভাবে টিআরপি কাড়তে পারেনি কোনওদিনই। প্রথম থেকেই মেগার মুখ রাখা হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায়কে। রাজনীতির জন্য অভিনয় ছেড়ে দেওয়ার রূপার কামব্যাক প্রোজেক্ট ছিল এটা। তাই প্রত্যাশাও ছিল তুঙ্গে। তবে মে মাসে হঠাৎই ধারাবাহিক ছেড়ে চলে যান অভিনেত্রী। তারপর আর ধারাবাহিকের বন্ধ হওয়া কেউ আটকাতে পারেননি।
দর্শকদের কাছে মেয়েবেলা-র হঠাৎ বন্ধ হওয়া মেনে নিতে কষ্ট যেমন, তেমনই এই ধারাবাহিকের তারকাদের কাছেও। সিরিয়াল শেষ হতেই ছুটিতে চলে যান ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র মৌ অর্থাৎ স্বীকৃতি মজুমদার। অভিনেত্রী নিজের মুখে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, গোয়া তাঁর সবচেয়ে পছন্দের ডেস্টিনেশন। আর এবারেও সেখানেই ছুটে চলে গিয়েছিলেন।
এর আগে সাদা শর্টস আর গোলাপি ওভারসাইজড শার্টে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছিলেন ‘মউ’। তাকিয়ে আছেন সমুদ্রের দিকে। চোখে-মুখের প্রসন্নতা বুঝিয়ে দিচ্ছে তাঁর মন কতটা শান্ত করে দিয়েছে সমুদ্রের পাগল করা ঢেউ। গোয়ার বিখ্যাত বাগা বিচ থেকে ছবিখানা শেয়ার করেছিলেন তিনি।
মঙ্গলবার যে ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় দিলেন তা সাদা কালো। বালিতে একলাটি বসে আছেন যেন কারও অপেক্ষায়। শ্রাগ হাওয়ার তোড়ে কাঁধ থেকে খসে পড়েছে। চুল একটু এলোমেলো।
মেয়েবেলায় দর্শক মনে জায়গা করে নিয়েছিল মউ আর ডোডোর জুটি। অর্থাৎ স্বীকৃতি আর অর্পণের অনস্ক্রিন কেমিস্ট্রি খুব ভালোবাসা পায় দর্শকদের থেকে। এর আগে অর্পনকে ধারাবাহিকে না দেখা গেলেও থিয়েটার জগতের পরিচিত মুখ তিনি। হইচইয়ের ওয়েবসিরিজেও কাজ করেছেন। অন্য দিকে, স্বীকৃতির প্রথম কাজ ছিল খেলাঘর। যেখানে তিনি ছিলেন পূর্ণার চরিত্রে। সেই ধারাবাহিকও ছিল খুব জনপ্রিয় দর্শকদের মধ্যে।
এরপর কী পরিকল্পনা প্রশ্নে স্বীকৃতি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘ওটিটি,সিনেমা দুটো-তেই আমার খুব ইন্টারেস্ট রয়েছে। কথাবার্তাও হয়েছে কিছু প্রাথমিকভাবে। দেখা যাক, সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে হয়ত আগামী কয়েক মাসে ওটিটি বা ছবিতে কাজ করব। সিরিয়াল থেকে আপতত একটু ব্রেক নেব, অন্তত চার-পাঁচ তো বটেই। মৌ চরিত্রটা জনপ্রিয়তা পেয়েছে, তাই দর্শককে সেই চরিত্রটা ভোলবার সময় আমি দেব, যাতে নতুনরূপে আমাকে গ্রহণ করতে সহজ হয়।’
For all the latest entertainment News Click Here