কাঁধ খোলা ঝলমলে ওয়ান পিসে কোয়েল, ‘বোল্ড’ লুকে নেটমাধ্যমে ধরা দিলেন টলি ডিভা
টলিউডের প্রথম সারির নায়িকা অভিনেত্রী কোয়েল মল্লিক। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই দর্শকের মনে ছাপ ফেলেছেন তিনি। কোয়েলের রূপে এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক। তাঁর অনুরাগীর সংখ্যাও অগণিত। তেমনি রঞ্জিত মল্লিক কন্যার স্টাইল স্টেটমেন্ট থাকে বরাবরই চর্চায়। নেটমাধ্যমেও দারুণ সক্রিয় নায়িকা।
সম্প্রতি সিলভার রঙের এক কাঁধ খোলা পোশাক ফটোশ্যুট সেরেছেন কবীরের মাম্মি। ঢেউ খেলানো খোলা চুল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, চোখে টানা আই লাইনার এবং গাঢ় কাজল। ঝলমলে ওয়ান পিসে নেটমাধ্যমে দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা। ইনস্টাগ্রামে ফটোশ্যুটের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। তাঁর এই লুক রীতিমতো চর্চায় নেটদুনিয়ায়। ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ফটোশ্যুটে রীতিমতো তাক লাগাচ্ছেন টলি সুন্দরী।
অভিনয় জীবনের শুরু ‘নাটের গুরু’ ছবি দিয়ে। বিপরীতে ছিলেন জিৎ। ২০২০ সালের মে মাসে পুত্র সন্তানের মা হয়েছেন কোয়েল। নিসপাল আর কোয়েলের প্রথম সন্তান। ছেলে কবীরের বয়স প্রায় দেড় বছর। একদিকে তিনি মা অন্যদিকে তিনি অভিনেত্রী। দুটো দায়িত্বই দারুণভাবে পালন করছেন তিনি। অনুরাগীরা তো রীতিমতো অবাক চল্লিশ ছুঁইছুঁই এই টলি ডিভার গ্ল্যামারাস রূপ দেখে।
সংসার, সন্তান আর কেরিয়ার সবটা ব্যালেন্স করে চলছেন রঞ্জিত মল্লিক কন্যা। বক্স অফিসে কোয়েলের শেষ রিলিজ ছিল ‘বনি’। ২০২১ সালের পুজোতে মুক্তি পেয়েছিল এই ছবি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’কেই চলচিত্রে ফুটিয়ে তোলো হয়েছে। মা হওয়ার আগেই এই ছবির শ্যুটিং সেরেছিলেন কোয়েল।
For all the latest entertainment News Click Here