কাঁদতে থাকা মহিলা RCB ফ্যানকে ‘ফ্লাইং কিস’, পোস্টের জন্য তোপের মুখে LSG তারকা
বিরাট কোহলিদের হার দেখে চোখের সামলাতে পারেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) এক সমর্থক। সেই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম ছড়িয়ে পড়েছে। আর সেরকমই একটি মিম নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে তোপের মুখে পড়লেন লখনউ সুপার জায়েন্টসের তারকা নিকোলাস পুরান। নেটিজেনদের একাংশের বক্তব্য, অপরিণত সমর্থকরা সেই কাজটা করলে কিছু বলার থাকে না। কিন্তু একজন পেশাদার ক্রিকেটারের ক্ষেত্রে এরকম কাজ একেবারেই কাম্য নয়। পুরান চূড়ান্ত বাজে কাজ করলেন বলে দাবি করেছেন তাঁরা।
সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে লখনউকে এক উইকেটে হারিয়ে দিয়েছে লখনউ। শেষ বলে এসেছে জয়। লখনউয়ের যে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পুরান। ছয় ওভারে ৩৭ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর লখনউ যে জিততে পেরেছে, সেটার অন্যতম কৃতিত্ব প্রাপ্য ক্যারিবিয়ান তারকার। যিনি ১৯ বলে ৬২ রান করেন। চারটি চার এবং সাতটি ছক্কা হাঁকান। যে কারণে তুমুল প্রশংসিতও হন। কিন্তু ম্যাচের পর এমন কাজ করেন, যা নিয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন।
আরও পড়ুন: RCB vs LSG analysis: শুধু বিষ্ণোই নয়, বারবার নন-স্ট্রাইকার ক্রিজ ছাড়েন পুরান, সামনে চাঞ্চল্যকর তথ্য
ইনস্টাগ্রাম স্টোরিতে কী পোস্ট করেছেন পুরান? আরসিবির বিরুদ্ধে তিনি যে বিধ্বংসী ইনিংস খেলেন, সেই ইনিংসের একাধিক প্রশংসাসূচক পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেন পুরান। তারইমধ্যে একটি পোস্টে এক মহিলা এবং পুরানের কোলাজের ছবি শেয়ার করেন। ছবির ডানদিকে পুরানকে দেখা গিয়েছে। যিনি ‘ফ্লাইং কিস’ দিচ্ছিলেন। অপরদিকে ছিলেন এক মহিলা আরসিবি সমর্থক। যে মহিলা বিরাটদের হার মানতে না পেরে কাঁদছিলেন। ওই ছবির নীচের দিকে পুরানকে প্রশংসা করে একটি লাইনও লেখা হয়েছে।
সেই ছবির জন্য নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়েছেন পুরান। এক নেটিজেন বলেন, ‘এটা একেবারেই মজার নয়। সমর্থকরা সেই কাজটা করলে বিষয়টা আলাদা বিষয় হত। কিন্তু পেশাদার ক্রিকেটাররা যখন সেই কাজটা করেন, তখন সেটা মেনে নেওয়া যায় না।’ অপর এক নেটিজেনও বলেন, ‘না ভাই, এটা পুরোপুরি ভুল। ওই মহিলার ছবি ব্যবহার করার আগে নিদেনপক্ষে কিছুটা লজ্জা পাওয়া উচিত ছিল তাঁর। যাই হোক না কেন, প্রতিপক্ষকে অপমান করা একেবারেই কাঙ্খিত নয়।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here