‘কল হো না হো’ দেখেছেন? সোনালিকে প্রশ্ন করে তুমুল কটাক্ষের মুখে প্রসিদ্ধ ইউটিউবার
‘কল হো না হো’ দেখেছেন? যে ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খান? এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় সোনালি বেন্দ্রেকে। প্রশ্নকর্তা প্রসিদ্ধ ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া ওরফে বিয়ার বাইসেপ। তাঁর কাণ্ড দেখে তাজ্জব নেটিজেনরা।
২০০৩ সালে মুক্তি পায় ‘কল হো না হো’। সেই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি। অল্প সময়ের জন্য থাকলেও শাহরুখের চিকিৎসক বন্ধুর চরিত্রে দর্শক-মনে ছাপ ফেলেছিলেন তিনি। ছবিটি দু’টি জাতীয় পুরস্কার এবং আটটি ফিল্মফেয়ার পেয়েছিল।
সোনালির অসুস্থতা থেকে শুরু করে নয়ের দশকের ইন্ডাস্ট্রি, তাঁর কেরিয়ার— আড্ডা চলছিল সব নিয়েই। তখনই আচমকা ‘আজগুবি’ প্রশ্নটি করে বসেন রণবীর। জিজ্ঞাসা করেন, ‘শাহরুখ, প্রীতি, সইফ অভিনীত ‘কল হো না হো’ দেখেছেন?’
(আরও পড়ুন: চেহারা ‘ভরাট’ নয়, তাই নাকি আমি যথেষ্ট পরিমাণে ‘মহিলা’ ছিলাম না: সোনালি)
প্রশ্ন শুনে খানিক হকচকিয়ে যান সোনালি। তার পর খানিক রসিকতার সুরে বলেন, ‘ওই ছবিটিতে আমি আছি। কিন্তু দেখিনি।’
সাক্ষাৎকারে সেই অংশের ভিডিয়োটি নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। কটাক্ষের শিকার হতে হয় প্রশ্নকর্তাকে। তাঁর উদ্দেশে একজন লেখেন, ‘আপনার একটু রিসার্চ করা উচিত ছিল না।’ অন্য জনের টিপ্পনি, ”কল হো না হো’ যখন মুক্তি পায়, তখন বোধ হয় উনি জন্মাননি।’
(আরও পড়ুন: ৪ বছর আগে ক্যানসারে আক্রান্ত হন সোনালী বেন্দ্রে! ফিরে দেখলেন হাসপাতালের দিনগুলি)
নয়ের দশকে সোনালি বেন্দ্রের রূপে মুগ্ধ ছিল গোটা বলিউড। রাজ ঠাকরে থেকে শুরু করে শোয়েব আখতার, তাঁর প্রেমে পড়ে ঘরবাড়ি ছাড়তে রাজি হয়েছিলেন অনেকেই। ‘নরাজ’, ‘জখম’, ‘অঙ্গারে’-র মতো সব ছবি চলেছিল মূলত তাঁর নামেই।
সম্প্রতি ওটিটি-তেও হাতেখড়ি হয়েছে সোনালির। ‘দ্য ব্রোকেন নিউজ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।
For all the latest entertainment News Click Here