কলেজে উঠতেই বসন্তের ছোঁয়া অনন্যার জীবনে, বিশেষ বন্ধুর জন্য কী লিখলেন
টলি পাড়ার অত্যন্ত চেনা মুখ তিনি। ‘তুঁতে’ থেকে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সবেতেই তাঁকে দেখা যায় বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে। সদ্য শেষ হওয়া ‘মিঠাই’ ধারাবাহিকে ‘পিঙ্কি ভাবি’র চরিত্রে কাজ করতেন তিনি। এবার নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি? হ্যাঁ অনন্যা গুহ। এই বছরই তিনি উচ্চমাধ্যমিক দিয়েছেন। স্কুল পাশ করার পরই তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা কনটেন্ট ক্রিয়েটর সুকান্ত কুণ্ডুর সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নেন এক প্রকার। যদিও তার বহু আগে থেকেই তাঁদের রিল, ছবি দেখে অনেকেই আন্দাজ করেছিলেন, তাতে একপ্রকার সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন তাঁরা আর জাস্ট ফ্রেন্ডস নেই, তার থেকে বেশি। এবার তাতেই মিশল ভালোবাসার রং।
অনন্যা সদ্যই একটি ছবি শেয়ার করেছেন। সেখানে একটি গাছের ছায়ায় তাঁকে এবং সুকান্তকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাসিমুখে অভিনেত্রীর বিশেষ বন্ধু অন্যদিকে তাকিয়ে তাঁকে জড়িয়ে তাঁর কাঁধে মাথা রেখে রয়েছেন অনন্যা। তাঁর মুখেও লেগে আছে হাসি।
এই ছবির সঙ্গে তুঁতে ধারাবাহিকের ‘ছোট ম্যাডাম’ একটি বিশেষ ক্যাপশন লেখেন। তিনি ২০১১ সালে মুক্তি পাওয়া ‘বাইশে শ্রাবণ’ ছবির যে কটা দিনের কয়েক কলি নিয়ে লেখেন ‘যেটুকু রোদ ছিল লুকনো মেঘ বুনেছিলাম তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে’। আর এতে ভালোবাসার ছোঁয়া যে স্পষ্ট সেটা বলার অপেক্ষা রাখে না।
বিশেষ বান্ধবীর পোস্ট উত্তর দেন জনপ্রিয় ব্লগার লেটস বি কনফিউসড তথা সুকান্ত কুণ্ডুও। লেখেন, ‘পারফেক্টলি হ্যাপি।’ অভিনেত্রীর এক ভক্ত লেখেন, ‘আজীবন তোমাদের একসঙ্গে দেখতে চাই। কী পাব তো?’ কেউ কেউ আবার তাঁকে কটাক্ষ করেছেন। অভিনেত্রী যেহেতু তাঁর অনেক সহ অভিনেতার সঙ্গে ছবি দেন, রোম্যান্টিক গানে রিল বানান, তাই সেই কথা টেনে খোঁচা দিয়ে তাঁরা লেখেন, ‘কটা প্রেমিক আপনার?’
For all the latest entertainment News Click Here