কলেজের বন্ধু, অনুপম খের, নীনা গুপ্তা, সতীশ কৌশিকের পুরনো ছবি পোস্ট মাসাবার
কঠিন সময়ে নীনার পাশে ছিলেন সতীশ কৌশিক। অন্তঃসত্ত্বা নীনাকে একা ছেড়ে যান ভিভ রিচার্ডস। সেসময় কমাত্র সতীশ-ই নীনাকে বিয়ে করে নিঃস্বার্থভাবে ওঁর সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন। বৃহস্পতিবার পুরনো এবং কাছের বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত নীনা গুপ্ত। নীনার সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল দিল্লির কলেজে পড়ার সময় থেকে। এদিন প্রিয় ‘কৌশিক কাকু’কে বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পুরনো স্মৃতি শেয়ার করেছেন নীনা কন্যা, ফ্যাশান ডিজাইনার মাসাবা।
নীনাগুপ্তা, অনুপম খের এবং সতীশ কৌশিক, কলেজে পড়ার সময় পুরনো তিন বন্ধুর ছবি পোস্ট করেছেন মাসাবা। তবে তাতে কোনও ক্যাপশান দেননি নীনা কন্যা। ছবিতে নীনা, অনুপমকে চেনা গেলেও সতীশ কৌশিককে চেনা দায়। মাসাবার সেই পোস্টে অনেকেই নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এক সাক্ষাৎকারে নীনাজিকে বলতে শুনেছি, মাসাবাকে স্কুলে ভর্তি করার সময় অনেক সমস্যা হয়েছিল, সেসময় সতীশ কৌশিক এগিয়ে এসেছিলেন।’
এদিকে বৃহস্পতিবার নিজের ইনস্টাস্টোরিতে মাসাবা নীনা গুপ্তা এবং সতীশ কৌশিকের একটি পুরানো ছবি শেয়ার করেন, যেটা ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমার ছবি। ছবিতে, উভয় নীনা ও সতীশ দুজনেই ক্যামেরার বিপরীতে তাকিয়ে রয়েছেন। মাসাবা লেখেন, ‘শান্তিতে থাকুন কৌশিক কাকা-আপনিই মাকে সবচেয়ে বড় উপহার দিয়েছেন… এত বছর ধরে আপনার সেই সহৃদয়তা এবং আপনার অভাব চিরকাল থাকবে। সঙ্গে লাল হার্ট ইমোজি যোগ করেন মাসাবা।
এদিনে পুরনো বন্ধু সতীশ কৌশিককে হারানো পর নীনা গুপ্তা বলেন, ‘আমাদের খুব পুরনো বন্ধন… আমাদের দেখা হোক বা না হোক… এখন ও আর নেই। এটা খুবই দুঃখজনক এবং ভীতিকর। ওঁর স্ত্রী শশী এবং ছোট মেয়ে বংশীকার জন্য এটা কঠিন সময়। ঈশ্বর ওঁদের সামলানোর শক্তি দিন। আমি সব সময় ওঁদের সঙ্গ আছি। আর কীই বা বলবো?’ নীনা ভিডিওটির ক্যাপশন দেন, ‘বিদায় কৌশিকন’। প্রসঙ্গত সতীশ কৌশিককে কৌশিকান বলে ডাকতেন নীনা, আর সতীশ তাঁকে ডাকলেন ন্যান্সি বলে।
For all the latest entertainment News Click Here