কলকাতা হাইকোর্টে মামলা করণ জোহরের নামে, ‘কফি উইথ করণ’ নিয়ে জড়ালেন আইনি ঝামেলায়
কফি উইথ করণ নিয়ে অনেকেই দাবি তুলেছেন যে বলিউডের খ্যাতনামা পরিচালক-প্রযোজক এই শো-র মাধ্যমে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন সমাজে। এবার এই মর্মে একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টেও। একটি জনস্বার্থ মামলায় দাবি তোলা হয়, করণের শো-র মাধ্যমে বর্ণবৈষম্য, যৌনতা এবং অশ্লীলতাকে প্রচার করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চের তরফে যদিও মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। তাঁদের দাবি কেমবলমাত্র প্রচারের আলোয় আসার চেষ্টাতেই ওই মামলা করেন ব্যক্তিটি।
হাইকোর্টের তরফে নির্দেশনামায় বলা হয়েছে, ‘মামলার সঙ্গে জড়িত বিতর্কের বিষয়গুলি অনুধাবন করে বোঝা গিয়েছে যে এই মামলা করার একমাত্র উদ্দেশ্য হল প্রচারের আলোয় আসা।’ মামলাটি করেছিলেন নাজিয়া এলাহি খান নামে এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, করণ জোহর এবং সংশ্লিষ্ট ওটিটি প্লাটফর্মের বিরুদ্ধে যাতে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।
সেই ২০০৪ সাল থেকে চলছে কফি উইথ করণ। এতদিন তা টিভিতে সম্প্রচারিত হলেও চলতি বছরে ৭ নম্বর সিজনটি নিয়ে আসা হয় ওটিটি-তে, ডিজনি প্লাস হটস্টারে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কাজল, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, আমির খানদের মতো তারকারা কফি উইথ করণের অতিথি হয়েছেন এক।
প্রসঙ্গত, করণ যে শুধু গসিপ আর যৌনতা নিয়ে কথা বলতে ভালোবাসেন এই দাবি করেছেন বহু তারকাই, যদিও তা মজার ছলে। কোন তারকা কবে ব্রেকআপ করছেন, কার সঙ্গে ঘুরতে গেছেন, কে কার মুখ দেখছে না, সবই থাকে করণ জোহরের নখদর্পণে। এমনকী অনেক দর্শকই অভিযোগ তুলেছেন এর আগে যে উঠতি তারকাদের অপমানও করেন করণ জোহর। যে কারণে সুশান্ত মারা যাওয়ার পর জনতার রোষে পড়তেও
For all the latest entertainment News Click Here